প্রীতি পোদ্দার, কলকাতা: জি বাংলায় টিআরপি তালিকায় একদম প্রথম দিন থেকেই নজর কেড়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকে প্রতিদিনই যেন নতুন নতুন চমক নিয়ে আসছে দর্শকের জন্য। পারুল রায়ানের সম্পর্কের খুনসুটিও বেশ নজর কেড়েছে সকলকে। কিন্তু এবার সেই ধারাবাহিকে বাদ পড়তে চলেছে এক গুরুত্বপূর্ণ চরিত্র! গুঞ্জন ছড়িয়েছে টলি অন্দরে। তবে কি এবার টিআরপি তালিকাতেও প্রভাব পড়বে?
সুব্রত গুহ রায়ের পোস্ট
ইতিমধ্যেই সমাজমাধ্যমে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা সুব্রত গুহ রায়। যিনি কিনা পরিণীতা সিরিয়ালে রায়ানের দাদুর চরিত্রে অভিনয় করছেন। তিনি সমাজমাধ্যমে অভিনেতা দ্রোণ ভট্টাচার্যের সঙ্গে একটি সাদাকালো ছবি পোস্ট করে লিখেছেন, “গোপাল আর দাদুর এটাই শেষ ছবি…তবে জীবন তো থেমে থেকে না… দ্রোণকে ভুলবো কি করে…একসাথে মেকাপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কি করে…আবার দেখা হবে ভাই..আবার একসাথে কাজ করবো….জীবন চলতেই থাকবে…ভালো থাকিস ভাই….সৃষ্টিতে থাকিস…..”

গোপাল চরিত্রে নয়া এন্ট্রি?
পরিণীতা ধারাবাহিকে দ্রোণ ভট্টাচার্যকে নায়িকা পারুলের দাদা গোপালের চরিত্রে দেখছেন দর্শক। সুব্রত বাবুর পোস্ট দেখে মোটামুটি দর্শকরা বুঝে গিয়েছেন, এবার হয়ত গোপাল চরিত্রের সমাপ্তি ঘটতে চলেছে। এবার সমাপ্তি হতে চলেছে কারণ এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে যে ভীষণভাবে অসুস্থ গোপাল। হয়তো এই অসুস্থতার ফলেই মারা যাবে গোপাল। বা আবার হয়ত গোপাল চরিত্রে অন্য কোন অভিনেতার এন্ট্রি হতে পারে। কিন্তু যদি গোপাল মারা যায়, তাহলে এর পর গোপালের স্ত্রীর কি পরিণতি হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে দর্শক মহলে।
আরও পড়ুন: প্রিমিয়াম জমা না দিতে পারেননি? গ্রাহকদের স্বার্থে বিশেষ ক্যাম্পেইন LIC-র
ধারাবাহিকের গল্প অনুযায়ী, গোপাল এবং রুকুর বিয়ে প্রথমে একপ্রকার জোর করে হলেও পরে তাদের মধ্যে মিলমিশ হয়ে যায়। তাইতো খুব অল্পদিনেই গোপাল ও রুকুকে দর্শক ভালবাসা দিয়েছিলেন। এমনকি তাদের মিষ্টি সম্পর্কের জুটি বেশ প্রশংসনীয়। কিন্তু হঠাৎ কেন গোপালকে এভাবে গল্প থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তা যদিও জানা যায়নি। তবে এর আগে বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর মাধ্যমেই গল্পের মোড় ঘোরানো হয়েছে। তাই এক্ষেত্রে আশা করা যাচ্ছে এবার ‘পরিণীতা’র ক্ষেত্রেও তেমন ভাবনা হয়ত আনবে পরিচালক।