সৌভিক মুখার্জী, কলকাতা: শুক্রবার এসএসসি’র একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল (SSC Result) প্রকাশিত হয়েছে। তবে জানা যাচ্ছে, এবার নাকি শূন্যপদের সংখ্যা আরও বাড়ছে। উল্লেখ্য, ফল প্রকাশের পর বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েছিল। কারণ, যান্ত্রিক ত্রুটির কারণে অনেকে নিজের রেজাল্ট দেখতে পায়নি। তবে শনিবার তাদের সুবিধার্থে নতুন একটি ওয়েবসাইট খোলা হয়। আর সেখানে তারা নিজেদের রেজাল্ট দেখতে পায়। তবে সতিই কী বাড়তে চলেছে এসএসসি’র শূন্যপদ?
বলাবাহুল্য, এবার মোট একাদশ-দ্বাদশ শ্রেণীতে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ ছিল। তবে এই শূন্যপদ নাকি আরও ৭০০ থেকে ৮০০ বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে নির্দিষ্ট ঠিক কত শূন্যপদ বাড়বে তা জানা যাবে বুধবারে। যেমনটা খবর, বিকাশ ভবন থেকে বাড়তি শূন্যপদের হিসেবে আসলে তার ভিত্তিতে একটি ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হবে। আর ইন্টারভিউতে ১০০ শূন্যপদের জন্য রাখা হবে ১৬০ জনকে।
শূন্যপদ বাড়ানোর দাবি?
উল্লেখ্য, নতুন পরীক্ষার্থীরা আগে থেকেই শূন্যপদ বাড়ানোর দাবি করছিল। আর রাজ্য সরকার সেই দাবি মেটাতে এবার একাদশ-দ্বাদশ ও নবম-দশম শ্রেণীর শূন্যপদ বাড়াতে চলেছে। আগামী বুধ বা বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকাশ ভবন থেকে পাওয়া যাবে। তারপরে তৈরি করা হবে ইন্টারভিউয়ের তালিকা। ৮০ নম্বরের উপর ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ PNB কাণ্ডের মেহুল চোকসির ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামের রায় আদালতের
এদিকে শুক্রবার লিখিত পরীক্ষার উত্তরপত্র আপলোড করে দিয়েছে এসএসসি। জানা গিয়েছে, মাত্র দুই-তিনটি বিষয়ে মোট চারটি উত্তর ভুল ছিল। তবে ভুল উত্তরের জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বরে দেওয়া হয়েছে। যদিও পরীক্ষার ফল প্রকাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না এসএসসি। কারণ, এখনও হাইকোর্টে মামলা ঝুলে রয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এখন আশায় আশায় দিন গুনছে চাকরিপ্রার্থীরা।