সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারতে পেট্রোল পাম্প (Petrol Pump) খোলা আরও সহজ হতে চলেছে। হ্যাঁ, কেন্দ্র সরকার ইঙ্গিত দিয়েছে, পেট্রোল-ডিজেল বিক্রির লাইসেন্স সংক্রান্ত নিয়মে এবার বড়সড় পরিবর্তন আনা হবে। আর এর ফলে শুধুমাত্র সরকারি সংস্থা নয়, বরং বড় বড় শিল্পপতিদের হাতেও জ্বালানি বিক্রির সুযোগ পৌঁছতে পারে, যার মধ্যে গৌতম আদানিও থাকছে।
কেন আনা হচ্ছে এই পরিবর্তন?
সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক নির্দেশে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে জ্বালানির বাজারে বদলে যাওয়ার পরিস্থিতি আর বিকল্প জ্বালানির গুরুত্ব বৃদ্ধির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুততম বর্ধন জ্বালানির বাজার। আর সেই বাজারে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা এবং কার্বোন নির্গমন কমানো সরকারের মূল লক্ষ্য।
আর এই নীতি পুনর্মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠিত হয়েছে। যেখানে প্রাক্তন ডিরেক্টর হিসেবে সুখমল জৈন থাকছেন। থাকছেন ডিরেক্টর জেনারেল ও পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল-এর পি. মনোজ কুমার। FIPI-এর সদস্য পি.এস. রবি এবং ডিরেক্টর অরুণ কুমার।
Is the Government Reassessing Petrol Pump Licensing Rules? pic.twitter.com/8odCWpCAKq
— NationPress (@np_nationpress) August 10, 2025
তাদের মূল দায়িত্ব হল 2019 সালের গাইডলাইন্স কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখা এবং বিকল্প জ্বালানি ও বৈদ্যুতিক পরিবহনকে উৎসাহ দেওয়ার জন্য প্রস্তাব তৈরি করা। পাশাপাশি বর্তমান নীতির বাস্তবায়নে কী কী বাধা রয়েছে সেগুলোকেও চিহ্নিত করা।
2019 সালের নিয়মে কী ছিল?
উল্লেখ্য, 2019 সালের নিয়মে বলা হয়েছিল যে, নন পেট্রোলিয়াম কোম্পানি যদি পেট্রোল ডিজেল বিক্রি করতে চায়, তাহলে তাদেরকে ন্যূনতম 250 কোটি টাকার নেটওয়ার্থ থাকতে হবে। আর ক্ষুদ্র ও পাইকারি, দুই ক্ষেত্রেই বিক্রি করতে চাইলে নেটওয়ার্থ হতে হবে 500 কোটি টাকা। এর আগের পুরনো নিয়ম অনুযায়ী, লাইসেন্স পেতে হলে 2000 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দেখাতে হত।
আরও পড়ুনঃ মিলবে ব্যাংকের মতো সুবিধা, গ্রাহকদের জন্য একাধিক পরিষেবা চালু করছে পোস্ট অফিস
উল্লেখ্য জানিয়ে রাখি, বর্তমান দেশে মোট 97,804টি পেট্রোল পাম্প রয়েছে। আর এর মধ্যে সরকারি সংস্থা হিসেবে ইন্ডিয়ান অয়েলের 40,666টি, ভারত পেট্রোলিয়ামের 23,959টি এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের 23,901টি পাম্প রয়েছে।
পাশাপাশি বেসরকারি সংস্থার পক্ষ থেকে রিলায়েন্স ও BP-এর যৌথ উদ্যোগে 1991টি, নায়ারা এনার্জির 6763টি এবং শেলের 355টি পেট্রোল পাম্প রয়েছে।