এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করা যাবে ৪ জন নমিনি, ১ নভেম্বর থেকে আসছে নিয়ম

Bank Account Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে চারজনকে নমিনি যুক্ত করা যাবে। হ্যাঁ, অক্টোবর মাস গড়িয়ে নভেম্বর মাস পরার পথে। আর সেই আবহে এবার বিরাট পরিবর্তন আসলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়মে (Bank Account Rules)। জানা যাচ্ছে, ভাইফোঁটার দিন অর্থমন্ত্রক এই সংক্রান্ত একটি তথ্য শেয়ার করেছে। আর এই নতুন নিয়মের মধ্যে বলা হয়েছে, অ্যাকাউন্টধারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একসাথে চারজন নমিনি যুক্ত করতে পারবে। মূলত ব্যাঙ্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই নিয়ম আনা।

একসাথে যুক্ত করা যাবে চারজন নমিনি

নতুন নিয়মের আওতায়, অ্যাকাউন্টধারীরা একসঙ্গে বা ক্রমানুসারে মূলত চারজনকে নমিনি হিসাবে নির্বাচন করতে পারবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টধারী সিদ্ধান্ত নিতে পারে যে, সমস্ত নমিনি একসঙ্গে টাকার অধিকার পাবে নাকি আংশিকভাবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তাহলে তার জমানো অর্থ প্রথম নমিনি পাবে। তবে প্রথম নমিনি থাকবে যে ব্যক্তি, যদি তার মৃত্যু হয়, তাহলে সেই টাকা পাবে দ্বিতীয় নমিনি। এরপর ধাপে ধাপে তৃতীয়, তারপর চতুর্থ নমিনি ওই টাকার দাবি করতে পারবে। প্রথমেই দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ নমিনি টাকার দাবি করতে পারবে না। রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি যোগ করার নিয়মের এই পরিবর্তনটি মূলত ব্যাঙ্কিং সংশোধন আইন ২০২৫ এর আওতায় আনা হয়েছে। এমনকি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত ১৫ এপ্রিল।

বদল আসছে লকারের ক্ষেত্রেও

এদিকে লকারে রাখা জিনিসপত্রের জন্য শুধুমাত্র ধারাবাহিক নমিনিকেই ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ চারজন নমিনি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং তাদের ভাগ নির্ধারণ করারও সুযোগ দেওয়া হবে। কিন্তু নতুন সংস্কার বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রক খুব শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা যাচ্ছে। আর নতুন নিয়মের পাশাপাশি সরকারি ব্যাঙ্কগুলোর হাতে এই পরিবর্তনের আওতায় নতুন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। যেগুলি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—

  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এখন থেকে দাবিহীন শেয়ার কিংবা সুদ বা বন্ড খালাসের অর্থ বিনিয়োগকারী শিক্ষা বা সুরক্ষা তহবিলে স্থানান্তর করতে পারবে।
  • সমবায় ব্যাঙ্কগুলিতে চেয়ারপার্সন বা পূর্ণকালীন ডিরেক্টর ছাড়া অন্যান্য ডিরেক্টরদের মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হয়েছে।
  • ১৯৬৮ সালের পর এই প্রথমবারের মতো সুদের সীমা ৫ লক্ষ টাকা তাকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ বদলে যাবে ভারতের চিত্র! রাজস্থানে মিলল টন টন সোনার ভান্ডারের হদিশ

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই নতুন নিয়মগুলি আগামী ১ নভেম্বর থেকেই কার্যকর হবে। এমনকি চারজন নমিনি যুক্ত করার নিয়মও আগামী মাসের প্রথম থেকে চালু হচ্ছে। আর এই নিয়ম সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রত্যেকের জীবনে যে সুরহা আনবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment