এবার সৌরভ গাঙ্গুলির অধীনে খেলবেন KKR স্টার আন্দ্রে রাসেল, কোন দলে?

Andre Russell will play for pretoria capitals Under Sourav GangulY

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলেছেন। মেন্টর হয়েছেন। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। এবার কোচের ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। ইতিমধ্যেই SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব কাঁধে তুলেছেন গাঙ্গুলি। শোনা যাচ্ছে, এবার সেই দলেই সৌরভের কোচিংয়ে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল।

দলের ভাগ্য বদলাতে কোচ হিসেবে সৌরভকে বেছে নেওয়া

স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছর যেহেতু সে অর্থে SA20 লিগে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি প্রিটোরিয়া ক্যাপিটালস, তাই এবছর দলের ভাগ্যচক্র ঘোরাতে ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারের হাতে দায়িত্ব সঁপে দিয়েছে টিম মানেজমেন্ট।

জানা যায়, ফ্রাঞ্চাইজিটির তরফে সৌরভকে অনুরোধ করা হয়, তিনি যেন প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব নেন। এদিকে সৌরভ উত্তরে জানিয়েছিলেন, কোচের ভূমিকায় থাকতে আমার বেশ ভাল লাগে। গোটা বিষয়টাই উপভোগ করি। তাছাড়াও জিন্দাল এবং প্রিটোরিয়া দলের কর্ণধার পার্থের সাথে আমার দারুণ সম্পর্ক। তাই দলটির দায়িত্ব নিতে রাজি হয়ে যাই।

গাঙ্গুলি বলেন, প্রথমে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে প্লে অফে খেলেছিলাম। সেবার বহু বছর পর দিল্লি প্লে অফ খেলেছিল। WPL দলের সঙ্গেও ছিলাম। ফাইনালে উঠেছিলাম। এবার আমাদের টিমের কাছে অতিরিক্ত চ্যালেঞ্জ। কেননা, গত কয়েক মরসুম আমরা সেভাবে পারফর্ম করতে পারিনি। সব মিলিয়ে, নতুন দায়িত্ব নিয়ে প্রিটোরিয়ার ভাগ্য বদলানোর কাজটা মুখে না বলে কাজে করে দেখাতে চান মহারাজ।

সৌরভের অধীনে খেলবেন আন্দ্রে রাসেল

গত মরসুমগুলির পুরনো ব্যর্থতা ভুলে নতুন করে সেজে উঠছে প্রিটোরিয়ার ক্যাপিটালস। দলটি ইতিমধ্যেই পুরনো টিমের বেশিরভাগ সদস্যকেই ছেড়ে দিয়েছে। যদিও কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে পুরনো দল থেকে শুধু রাখা হয়েছে উইল জ্যাকসকেই। গত সিজনে তাঁর বিধ্বংসী ব্যাটিংকে সামনে রেখেই তাঁকে ধরে রেখেছে প্রিটোরিয়া।

সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বলে দেন, এবারে নিলামটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এখন যে টিমটা তৈরি হচ্ছে সেটাই আগামী 3 বছর খেলবে। ইতিমধ্যেই রাসেলকে দলে নিয়েছি। গতবারের প্লেয়ারদের মধ্যে রয়েছেন শুধুই উইল জ্যাকস। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আসলে নতুন দল তৈরি করে আগামী মরসুমগুলিতে ট্রফি জেতাটাই লক্ষ্য কোচ সৌরভের।

অবশ্যই পড়ুন: কংগ্রেসকে ধোঁকা! উপরাষ্ট্রপতি নির্বাচনে একধাক্কায় ১১ ভোট বাড়ল NDA-র

উল্লেখ্য, এগিয়ে আসছে সিএবি নির্বাচন। আর সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য সৌরভ গাঙ্গুলি যে দাঁড়াবেন সে কথা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। আর তার আগেই প্রিটোরিয়ার কোচ হওয়ার সুবাদে তিন দিনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন মহারাজ।

Leave a Comment