সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে ফ্লাইটে ওঠার হিড়িক দিনের পর দিন বাড়ছে। তবে বিমান যাত্রা যেমন আনন্দের, তেমনই এর নিয়ম-কানুন (Airport Rules) অত্যন্ত কঠোর। হ্যাঁ, সামান্য অসতর্ক হলেই আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। এমনকি ফ্লাইট বাতিল হওয়া কিংবা গ্রেপ্তার হওয়ার ঝুঁকিও রয়েছে।
বিশেষ করে যারা জীবনে প্রথমবার বিমান ভ্রমণ করছেন, তাদের জন্য সতর্ক থাকা আরো বেশি জরুরী। কারণ এমন কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, যেগুলো এয়ারপোর্ট এলাকায় একেবারে ব্যবহারই করাই যাবে না। চলুন জেনে নেওয়া যাক, সেই বিশেষ পাঁচটি শব্দ, যেগুলি মুখ ফসকে বের হলেই বিপদ।
সন্ত্রাস
এই শব্দটি এয়ারপোর্টে কোনোভাবেই উচ্চারণ করবেন না। কারণ এটি উচ্চারণ করলে সর্বপ্রথম আপনাকে নিয়েই সন্দেহ তৈরি হবে। যাত্রীরা মজা করে বললেও নিরাপত্তা কর্মীরা এটিকে হালকা ভাবে নেয় না। বিমানে ছিনতাই কিংবা সন্ত্রাসবাদীর ঝুঁকির কারণে এই শব্দটি উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।
বোমা
ধরুন, কেউ মজা করে বলল ‘আমার ব্যাগে বোমা নেই।’ তবে এই কথাটা মজার ছলে হলেও, এটিকে অপরাধ হিসেবে ধরা হয়, তাও গুরুতর অপরাধ। নিরাপত্তার কারণে এই শব্দটি এয়ারপোর্ট এলাকায় উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন বলছে, এরকম শব্দ উচ্চারণ করলে জেরা করা হতে পারে, এমনকি গ্রেফতার বা জেল পর্যন্তও হতে পারে।
মিসাইল
ধরুন, কেউ মজার বশে কিংবা ভুলবশত এই শব্দটি বলে ফেলল। তাহলে তারও বিপদ নিশ্চিত। কারণ এয়ারপোর্টে প্রতিটি কার্যকলাপে কড়া নজরদারি চালানো হয়। তাই এরকম সংবেদনশীল শব্দ ব্যবহার করলে ফ্লাইটে যাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হতে পারে।
বন্দুক বা অস্ত্র
বন্দুক কিংবা কোনও অস্ত্র সম্পর্কিত শব্দ এয়ারপোর্ট এলাকায় উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ অস্ত্র সাধারণ যাত্রীদের জীবনের জন্য সরাসরি হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীরা যদি এই শব্দটিকে উচ্চারণ করে, তাহলে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গেই তদন্ত করতে শুরু করে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে! ভাঙল কোমর
আগুন
আগুন কিংবা অগ্নিকাণ্ড সম্পর্কিত যেকোনো শব্দ এয়ারপোর্ট এলাকার ক্ষেত্রে বিপদজনক। এয়ারপোর্টে আগুন লাগা মানেই বিরাট ক্ষয়ক্ষতি, তা বলা চলে। এমনকি প্রচুর মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। রানওয়ে থেকে শুরু করে কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল, সবকিছুতেই থাকে ঝুঁকি। তাই এই শব্দটি এয়ারপোর্টের ভেতরে উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি উচ্চারণ করলেই পড়তে পারেন আইনি ঝামেলায়।