সৌভিক মুখার্জী, কলকাতা: একদিকে লাগামছাড়া মূল্য বৃদ্ধি, আর অন্যদিকে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বিরাট সমস্যার মুখে পড়ল পাকিস্তান। হ্যাঁ, কনডম এবং অন্যান্য গর্ভ নিরোধক সামগ্রীর উপর কর কমানোর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF on Pakistan Condom)। ফলত এবার আর কোনওভাবেই সস্তায় মিলবে না কনডম।
কেন সস্তা হচ্ছে না কনডম?
উল্লেখ্য, পাকিস্তানে বর্তমানে কনডমের উপর ১৮% জিএসটি আরোপ করা হয়েছে। আর এই কর কমানোর জন্য সম্প্রতি পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভিনিউ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আবেদন জানিয়েছিল। লক্ষ্য ছিল একটাই, গর্ভনিরোধক সামগ্রী সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সূত্রে জানা গিয়েছে, আইএমএফ সেই আবেদন খারিজ করে দিয়েছে।
আসলে এর মূল কারণ হল- পাকিস্তান বর্তমানে ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেল আউট প্যাকেজের আওতায় রয়েছে। আর এই আর্থিক সহায়তার বদলে আইএমএফ পাকিস্তানের উপর কঠোর শর্ত চাপিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কর কাঠামো, সরকারি খরচ এবং রাজস্ব আদায়। সমস্ত ক্ষেত্রেই আইএমএফ-এর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া কার্যত অসম্ভব।
আরও পড়ুন: আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে ফেরত পাঠাল সৌদি সরকার!
এদিকে রিপোর্ট অনুযায়ী, এফবিআর ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ সদর দফতের ইমেইলের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল পাকিস্তান। আর সেখানে জানানো হয়েছিল যে, জিএসটি ছাড় দিলে সরকারের রাজস্ব ৪০০ থেকে ৬০০ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতি হতে পারে। এমনকি পরবর্তী একটি ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইচ্ছার কথাও তুলে ধরা হয়। তবে কার্যত সব দাবি খারিজ করে দেওয়া হল এবং সস্তায় আর কোনওভাবেই মিলবে না কনডম।
VBO99Bet – I’ve been playing on this site for a few weeks, and I’ve had a pretty good time. The website is easy to use, and they have a good selection of games. The bonuses? Not super amazing, but definitely worth claiming. Give vbo99bet a spin!