কবে থেকে চালু হচ্ছে PAN Card 2.0? থাকবে কী কী সুবিধা? জানাল কেন্দ্র

Pan Card 2.0

সৌভিক মুখার্জী, কলকাতা: বদলে যেতে চলেছে প্যান কার্ড। হ্যাঁ, করদাতাদের জন্য আরও সহজ আর আধুনিক পরিষেবা দিতে কেন্দ্র সরকার আনছে প্যান কার্ড 2.0 (Pan Card 2.0)। আর এই নতুন সংস্করণে যুক্ত হবে আধুনিক কিউআর কোড, যা পুরো প্রক্রিয়াকে আরো ঝঞ্ঝাটমুক্ত করে তুলবে। তবে কবে আসছে এই প্যান কার্ড 2.0? এই বিষয়ে আপডেট দিল আয়কর দপ্তর।

কবে আসছে নতুন প্যান কার্ড?

সম্প্রতি আয়কর দপ্তর ঘোষণা করেছে যে, আগামী 18 মাসের মধ্যেই এই প্যান 2.0 প্রকল্পের কাজ শুরু হবে। আর এই কাজের জন্য মূলত মেসার্স এলটিআইমাইন্ডট্রি লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পটি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের অনুমোদন পেয়ে গিয়েছে।

কেন গুরুত্বপূর্ণ Pan Card 2.0?

জানিয়ে রাখি, প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর করদাতাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি ছাড়া আইকর রিটার্ন জমা করা যায় না। তবে বর্তমানে করদাতাদের প্যান এবং ট্যান সংক্রান্ত কাজের জন্য একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, যা যথেষ্ট সময়সাপেক্ষ এবং বিভ্রান্তিকর।

তবে একবার প্যান 2.0 চালু হলে এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে প্যান ও ট্যান পরিষেবা। পাশাপাশি তথ্য আপডেট ও সংশোধন, আধার কার্ড লিঙ্ক, প্যান নবীকরণ, অনলাইনে প্যান যাচাই, সবই হবে একই প্ল্যাটফর্মে। ফলে সময় এবং ঝামেলা, দুই’ই বাঁচবে।

আরও পড়ুনঃ ‘ডগ বাবু’র পর ‘ডোনাল্ড ট্রাম্প!’ বিহারের শংসাপত্রের জন্য আবেদনে মার্কিন প্রেসিডেন্টের নাম

কী কী থাকবে এই নতুন প্যান কার্ডে?

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন প্যান কার্ডে থাকবে আধুনিক কিউআর কোড, অর্থাৎ এই কোডের মাধ্যমেই ব্যবহারকারীদের সমস্ত তথ্য এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে। এমনকি কার্ডের নম্বরও বদলাবে না। সবথেকে বড় ব্যাপার, পুরনো প্যান কার্ডধারীদের বিনা খরচেই এই নতুন কার্ড দেওয়া হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার 1434 কোটি টাকা বরাদ্দ করেছে। আর আগামী বছর থেকেই নতুন প্যান কার্ড বিলি করা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment