কবে IPL 2026 এর রিটেনশন তালিকা প্রকাশ করবে দলগুলি? জানা গেল দিনক্ষণ

IPL 2026 Retention List to be released know the date

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 IPL শুরু হতে এখনও অনেকটাই দেরি। আর তার আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 টিমের ম্যানেজমেন্ট। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই খেলোয়াড়দের রিটেইন তালিকা প্রকাশ করার কথা IPL দলগুলির। এবার তা নিয়েই এল বড় খবর। শনিবার, ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট বাতিল হওয়ার কিছুক্ষণের মধ্যেই IPL ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের রিটেনশন (IPL 2026 Retention) তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছে IPL এর অফিসিয়াল সম্প্রচারক JioHotstar।

এই দিন রিটেনশন তালিকা প্রকাশ করবে IPL দলগুলি

একাধিক রিপোর্ট অনুযায়ী, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল সম্প্রচারক সংস্থা JioHotstar ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি গুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 15 নভেম্বর ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করতেই হবে। বলা চলে, আগে থেকেই সম্ভবনাকে সামনে রেখে 15 তারিখ ধরেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। আশা করা যাচ্ছে, নির্ধারিত তারিখেই রিটেনশন তালিকা প্রকাশ করবে সমস্ত IPL দল।

দক্ষ অধিনায়ক খুঁজছে KKR!

গত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য ফেরাতে পারেননি অভিজ্ঞ ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে। বহু ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, ক্রিকেটে রাহানের অভিজ্ঞতা থাকলেও KKR দলের গঠন এবং প্লেয়ারদের মনোভাব বুঝে উঠতে প্রথম দিকে অসমর্থ ছিলেন তিনি। যার কারণে সহজ ম্যাচেও হারতে হয়েছিল শাহরুখের দলকে।

বেশ কয়েকটি সূত্র বলছে, আসন্ন সিজনে ঘুরে দাঁড়াতে একজন দক্ষ অধিনায়ক এবং একজন উইকেট রক্ষক খুঁজছে KKR। মাঝে শোনা গিয়েছিল, দুই বিভাগের শূন্যস্থান পূরণ করতে কে এল রাহুলকে দলে নিতে পারে তারা। তবে শেষ পর্যন্ত দিল্লি তাঁকে ছাড়বে কিনা সেটা স্পষ্ট নয়। এও শোনা গিয়েছিল, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দলে নিতে পারে KKR। যদিও সেই সম্ভাবনায় ইতিমধ্যেই জল ঢেলে দিয়েছে MI ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: হঠাৎ ঢাকার রাজপথে ৭ হাজার পুলিশ, ঘেরাটোপে ইউনূসের বাসভবন! কী হল বাংলাদেশে?

প্রসঙ্গত, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন ভারতের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সেই মর্মে, ইতিমধ্যেই ম্যানেজমেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। একাধিক সূত্রের দাবি, RR ছেড়ে খুব সম্ভবত চেন্নাই সুপার কিংস অথবা দিল্লিতে যোগ দিতে পারেন সঞ্জু। তা নিয়ে নাকি ইতিমধ্যেই দুই দলের সাথে কথাবার্তাও নাকি হয়েছে ভারতীয় তারকার। এখন দেখার রাজস্থান সঞ্জুকে ছাড়ে কিনা।

Leave a Comment