কমবে GST, সস্তা হবে জিনিসপত্র, মধ্যবিত্তদের জন্য আসছে সুখবর

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরে দেশের অর্থনীতি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, বাজেটের সময় আয়করে বিরাট ছাড় দিয়ে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এবার আরও এক স্বস্তির খবর আসছে মধ্যবিত্তদের জন্য। কারণ আবার জিএসটি অনেকটাই কমতে চলেছে। 

সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, জিএসটি কাউন্সিল 12% স্ল্যাবটি এবার পুরোপুরি বাতিল করার কথা ভাবছে। আর এর ফলে একাধিক প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা তলানিতে ঠেকতে পারে। আর লক্ষ্য একটাই—নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের উপর আর্থিক চাপ অনেকটা কমানো।

কোন কোন জিনিসপত্র সস্তা হতে পারে?

বর্তমানে যে সমস্ত পণ্যের উপর 12% জিএসটি বসানো হয়, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— জামাকাপড়, রান্নার বাসনপত্র, জুতো, ওয়াশিং মেশিন, দৈনন্দিন ব্যবহৃত পণ্য এবং কিছু ইলেকট্রনিক গ্যাজেট। আর এই সমস্ত জিনিসের উপর জিএসটি সরাসরি 5% নামিয়ে আনা হলে অনেকটাই বাজারদর কমবে এবং খরচ অনেকটাই কমবে, তা বলার অপেক্ষা রাখে না।

কবে আসতে পারে সিদ্ধান্ত?

বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহ নাগাদ জিএসটি কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। আর এখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রাজ্যের সম্মতি নিতে হবে। 

বলে রাখি, এবার জিএসটি’র কাঠামো পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। বর্তমানে চারটি স্ল্যাবে জিএসটি কাঠামো রয়েছে। সেগুলি হল—5%, 12%, 18% এবং 28%। নয়া প্রস্তাব অনুযায়ী জিএসটি কাঠামো হবে—8%, 16% এবং 24% এবং পাশাপাশি 9%, 18% এবং 27%।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে টাকা না থাকলেও কাটবে না চার্জ, গ্রাহকদের বিরাট সুখবর দিল PNB

সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবে?

ধরুন, কোনও সাধারণ জামার বর্তমান বাজার মূল্য 500 টাকা। এবার তার উপর 12% জিএসটি বসালে তার দাম হবে 560 টাকা। যদি আবার জিএসটি কমে 5% দাঁড়ায়, তাহলে মাত্র 25 টাকা অতিরিক্ত দিতে হবে। অর্থাৎ, জামার দাম একধাক্কায় 35 টাকা কমে যাবে। আর এই হারে জিনিসপত্রের দাম কমতে থাকলে বাজারের চাহিদা অনেকটাই বাড়বে এবং অর্থনীতির সুরহা হবে।

Leave a Comment