কিডনির বিরল রোগে আক্রান্ত IPL 2026 এ KKR-র ভরসা ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন

Cameron Green In KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে তাঁকে 25 কোটি 20 লাখের রেকর্ড প্রাইসে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Cameron Green In KKR)। শাহরুখ খানের দলে আসার পর তিনিই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি। তাই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে ইতিমধ্যেই আশায় বুক বাঁধতে শুরু করেছে নাইট ম্যানেজমেন্ট।

শহরের এই দলের হয়ে IPL 2026 এ পাথর ভাঙবেন এই খেলোয়াড়, এমনটাই আশা নাই ভক্তদেরও। আসলে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে যদি কেউ বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই অনবদ্য হয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম গ্রিন। তবে ক্রিকেটের দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা কামানো এই খেলোয়াড় যে জন্ম থেকে এক বিরল রোগের সাথে লড়াই করে আসছেন সে কথা জানেন কজন?

কিডনির এক বিরল রোগে আক্রান্ত ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের মধ্যে অন্যতম ক্যামেরন গ্রিন। সেই প্লেয়ারই বর্তমানে KKR এ। জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করে এসেছেন এই অজি তারকা। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে IPL এ হাতেখড়ি হওয়া এই খেলোয়াড় যে কিডনির এক বিরল রোগে ভুগছেন সে কথা অনেক আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি।

2023 সালের এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রিন একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, তিনি এক মারাত্মক রোগে ভুগছেন। তবে এই রোগ অর্জিত নয় বরং জন্মগত। হ্যাঁ, একেবারে জন্ম থেকেই রোগটিকে নিজের শরীরে লালন পালন করে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় গ্রিন বলেছিলেন, “আমি যখন জন্মগ্রহণ করি, আমার বাবা মাকে জানানো হয়েছিল যে আমার কিডনির এক বিরল রোগ রয়েছে। প্রথমদিকে অবশ্য আমি এসব জানতাম না। পরবর্তীতে আল্ট্রাসাউন্ড থেকে গোটা বিষয়টা বুঝতে পারি। কিন্তু যখন জানলাম তখন কিডনির সমস্যাটা 60 শতাংশ গ্রাস করে নিয়েছে আমায়।”

এ প্রসঙ্গে গ্রিনের পরিবারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রিনের ইউরেথ্রাল ভালভে ব্লকেজের কারণে প্রস্রাবের প্রদাহ কিডনির দিকে ফিরে আসে। যার ফলে ঠিকমতো মূত্রত্যাগ করতে পারছিলেন না তারকা ক্রিকেটের। একটা সময় পৌঁছে তাঁর কিডনি ঠিকমত কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর ফলে শারীরিক অসুস্থতাও ক্রমশ বাড়ে গ্রিনের। এ প্রসঙ্গে গ্রিনের মায়ের বক্তব্য, তিনি গর্ভাবস্থায় জানতে পারেন গ্রিনের অসুস্থতার কথা। নাইট তারকার এমন বিরল রোগ জানার পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে আসে তা হল এরপর কী করণীয়?

 

অবশ্যই পড়ুন: বাংলা জুড়ে সোনার খনি, বদলে যাবে ভারতের চিত্র! কোথায় কোথায় মিলল হলুদ ধাতুর সন্ধান?

এ প্রসঙ্গে খেলোয়াড় নিজেই জানিয়েছিলেন, কিডনির দীর্ঘস্থায়ী রোগের মূলত 5টি ধাপ থাকে। সেগুলির মধ্যে বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছেন তিনি। এটি আসলে একটা মারণ রোগ। বর্তমানে তার কিডনির 40 শতাংশেরও বেশি অকেজো হয়ে পড়েছে। অর্থাৎ 60 শতাংশ কাজ করে। শেষ পর্যন্ত যদি রোগটি পঞ্চম স্টেজে পৌঁছে যায় সে ক্ষেত্রে দুটি উপায় থাকে। প্রথম হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট এবং দ্বিতীয়টি ডায়ালিসিস। অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বক্তব্য, তাঁর এই বিরল রোগ তাঁর ক্রিকেট কেরিয়ারে প্রভাব ফেলতে পারতো তবে তিনি সেটা হতে দেননি। সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করেন অজি তারকা।

1 thought on “কিডনির বিরল রোগে আক্রান্ত IPL 2026 এ KKR-র ভরসা ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন”

Leave a Reply to 76fbet Cancel reply