‘কোনও মণ্ডপে প্রতিমা যাবে না!’ পুলিশি নিষেধাজ্ঞার জেরে হুঁশিয়ারি কুমোরটুলির মৃৎশিল্পীদের

Durga Puja kumartuli police said to Potters thermocouple cannot be used to make idols

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেবী দুর্গার আগমনের আগেই বিপাকে কুমোরটুলির শিল্পীরা! কেন এমন প্রসঙ্গ? শহর কলকাতার যে অঞ্চলটা কুমোরটুলি হিসেবে পরিচিত, অর্থাৎ প্রতিমা তৈরির সেই আঁতুড়ঘরে নেমে এসেছে কড়া নিষেধাজ্ঞা।

কুমোরটুলির প্রতিমা শিল্পীদের একটা বড় অংশের দাবি, পরিবেশ রক্ষার দোহাই দিয়ে দেবী প্রতিমা তৈরিতে কোনও রকম থার্মোকল বা থার্মোকলের তৈরি দ্রব্য এমনকি চুমকিও ব্যবহার করা যাবে না বলেই কড়া হুকুম জারি করেছে পুলিশ। আর তাতেই একেবারে কপালে হাত কুমোরটুলির মৃৎশিল্পীদের।

পুজোর আগেই বিপদ বাড়ল মৃৎশিল্পীদের!

পুজোর আর ঠিক 40 দিনও বাকি নেই। এহেন আবহে, অনেকেই জোরকদমে কেনাকাটা শুরু করে দিয়েছেন। একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্ডপ তৈরির কাজও চলছে ঝড়ের গতিতে। কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। এরই মাঝে, অভিযোগ উঠছে কুমোরটুলির বিভিন্ন দোকানে হানা দিচ্ছে পুলিশ। সেখানে গিয়ে প্রতিটি মৃৎশিল্পীকে বলা হচ্ছে, থার্মোকল বা থার্মোকলের তৈরি কোনও দ্রব্য প্রতিমা তৈরিতে ব্যবহার করা যাবে না।

এদিকে পুজোর প্রায় একমাস আগে এমন ফরমান কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের। তাঁদের বেশিরভাগেরই দাবি, প্রতিমা তৈরির জন্য লাখ লাখ টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এখন হঠাৎ করে পুলিশের ফরমান থার্মোকল ব্যবহার করা যাবে না। এ তো অন্যায়! এমন নির্দেশ যদি আর একটা মাস আগে আসতো তাহলে হয়তো বিকল্প কিছু ভাবতাম।

কিন্তু এই মুহূর্তে থার্মোকলের বিকল্প আমাদের কাছে নেই। বিষয়টা যথেষ্ট সময় সাপেক্ষ। এরপরই ওই মৃত শিল্পী বলেন, এভাবে পুজোর ঠিক আগে জোর জুলুম করলে পরিবার নিয়ে না খেতে পেয়ে আত্মহত্যা করতে হবে। কুমোরটুলির আরেক প্রতিমা শিল্পীর দাবি, হঠাৎ করেই কুমোরটুলির বিভিন্ন দোকানে ঢু মারছে পুলিশ। প্রত্যেক প্রতিমা শিল্পীকে কার্যত হুমকি দেওয়া হচ্ছে, তাঁরা যেন প্রতিমা তৈরিতে থার্মোকল ব্যবহার না করেন। আপনারাই বলুন, এখন হঠাৎ করে থার্মোকলের বিকল্প আমরা কোথা থেকে পাব?

আরও এক প্রতিমা শিল্পীর বক্তব্য, থার্মোকলের বিকল্প আগে কেন ভাবা হয়নি? এ দায়িত্ব তো সরকারের। আসলে থার্মোকলের নামে পুলিশ প্রশাসন মায়ের সাজ ভুলিয়ে দিতে চাইছে! পরিবেশ রক্ষার দোহাই দিয়ে পুজোর আগে আমাদের কাজ বন্ধ করে রাখার মতলব! এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমোরটুলির এক মৃৎশিল্পী স্পষ্ট জানিয়ে দেন, এভাবে জোড় জুলুম চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। পুজো কমিটিদেরও জানিয়ে দেওয়া হবে, কুমোরটুলি থেকে কোনও প্রতিমা মণ্ডপে যাবে না।

 

 

Durgapuja 2025 : মা কে সাজতে দিচ্ছে না ! “মমতা ব্যানার্জি” কেনো ? Mamata banerjee ।

প্রতিমার সাজে থার্মকল ব্যবহার করতে পারবে না , শিল্পীরা ! একাধিক দোকানে নাকি হানা দিচ্ছে পুলিশ ! সামনেই দুর্গাপূজা তার আগে মাথায় হাত প্রতিমার সাজে যে শিল্পীরা রয়েছেন তাদের ! কি বলছেন তারা জানুন ;

#durgapuja2025 #mamatabanerjee #kumortuli #suvenduadhikari #kolkatapolice #tmcvsbjp #news16bharat

Disclaimer : এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত । সেই বক্তব্যের জন্য News 16 Bharat চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় ।

We have started our journey in this world to provide various types of information and news to all of you. Our channel name is News16bharat. In this channel we will bring various types of news , such , State political news , National News , International News sports News , entertainment news etc.

Website link : https://news16bharat.com/
YouTube link : https://youtube.com/@news16bharat108?si=Ir3bAx_RXiTufEkA

Posted by News 16Bharat on Wednesday, August 20, 2025

অবশ্যই পড়ুন: আমন্ত্রণ জানানোর পদ্ধতি পছন্দ নয়! ডুরান্ড কমিটির নৈশভোজে যোগ দিল না ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, থার্মোকল যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সে কথা বহুবার চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য থেকে শুরু করে পরিবেশবিদরা। কিন্তু তাতেও কর্ণপাত করেননি অনেকেই! এমতাবস্থায়, পুজোর ঠিক আগে কুমোরটুলীর মৃৎশিল্পীদের উপর থার্মোকলের ব্যবহার নিয়ে হওয়া জোড় জুলুম একেবারেই ভাল চোখে দেখছেন না সমাজের বিদ্যজনেরা।

Leave a Comment