প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে দর্শকের মনে জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার‘ এক অন্যতম জায়গা করে নিয়েছে। অসমবয়সী প্রেম, এক অপরের প্রতি সমান শ্রদ্ধা, সন্মান ভালোবাসার এক নয়া রূপ দিয়েছে। অপু-আর্যর এই প্রেমের গল্প দেখতে তাই সকলে বেশ ভালোবাসে। কিন্তু বাস্তব জীবনে আসলে তাঁদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, বর্তমানে যা সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় একে অপরের এই পোস্ট বিতর্ক ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তুলছে একাধিক প্রশ্ন।
চ্যাটের স্ক্রিনশট শেয়ার সোশ্যাল মিডিয়ায়
৪ আগস্ট , সোমবার দিতিপ্রিয়া রায়ের একাধিক অভিযোগের পর কবে, কখন কী কথা হয়েছে জিতুর সঙ্গে দিতিপ্রিয়ার সেই সকল চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন জিতু কামাল। লিখেছেন, ‘নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনওই সোশ্যাল মিডিয়ায় মতামত দিই না। কিন্তু এটা তো নিছকই ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা। ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম! কারণ একটা ছোট্ট মেয়ে,বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে,সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর। ‘রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না।’ তবুও ছোট তো একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন। আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিয়োতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে চর্চা করি না। সত্য কথা। আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা। কিন্তু,কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন (নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।)’।
কড়া প্রতিক্রিয়া দিতিপ্রিয়ার
জিতুর এই প্রমাণস্বরূপ পোস্টের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী দিতিপ্রিয়া জানিয়েছেন যে, ‘আমার ফোন নম্বরটা এভাবে পাবলিক না করলেও পারতেন। তাও সকলের বলার পরে ওটা ঢাকা হয়েছে। আর একজন ম্যাচিওর মানুষ হঠাৎ আমার মা আর বয়ফ্রেন্ডকে নিয়েই বা এত কথা বলছেন কেন? তবে একটা ব্যাপার ভালো হয়েছে, আমি তো স্ক্রিনশটগুলো শেয়ার করতে পারছিলাম না। উনি সেটা ভালো ভাবে তুলে ধরেছেন। কেউ কি বলতে পারবে এগুলো দেখে আমি কোনও মিথ্যে বলেছি? আমার তো মনে হয় কাউকে পাত্তা না দিলে সে এরকমই করে।’এদিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দিতিপ্রিয়া রায় ভবিষ্যতে অভিনয়ে নিয়েও অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে ধরেন।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বেহাল দশা একাধিক জেলায়! নৌকা বেয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা
কী হবে ধারাবাহিকের ভবিষ্যৎ?
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনেতার বিরুদ্ধে দিতিপ্রিয়া সংবাদমাধ্যমে জানান যে, “ এত বছরের কেরিয়ারে কখনও এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাকে। কাদা ছোড়াছুড়ি প্রথমে চাইছিলাম না। তাই চুপ ছিলাম, কিন্তু উনি ভালো কথার মানুষ নন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে তাতে অভিনয় দীর্ঘদিন চালিয়ে যেতে পারব বলে মনে হয় না। ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো এরপর অসুবিধে হবে। আমি অপেক্ষা করছি চ্যানেলের সিদ্ধান্তের জন্য।” এদিকে জিতু জানিয়েছেন তিনি ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাঁরা জানিয়েছেন, তাঁরা জিতুকেই বিশ্বাস করেন। তাই কারও জন্য সে কাজ ছাড়বে না।” তাই স্বাভাবিকভাবেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।