ক্লাসরুমে বসতি স্থাপন ঠিকাকর্মীদের! আসানসোলের স্কুলে করুণ দৃশ্য

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মাঝেই চলছে ঠিকাকর্মীদের খাওয়া ঘুম! আসানসোলের (Asansol) স্কুল চত্বরে এই অবাক করা দৃশ্য দেখে চক্ষু ছানাবড়া সকলের। মমতা সরকারের আমলে ২০১৬ সালের SSC প্যানেল বাতিল করার কারণে রাতারাতি চাকরি বাতিল হয়ে গিয়েছিল অসংখ্যর। আর এই কাণ্ডে জড়িত ছিল একাধিক দলনেতা, এমতাবস্থায় অনেকটাই নড়ে গিয়েছিল শিক্ষার হাল। আর এবার বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তরে ঠিকাকর্মীদের এই দৃশ্য দেখে কপাল চাপড়াচ্ছে অভিভাবকরা।

ঠিক কী হয়েছে?

স্থানীয় রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আসানসোলের বারাবনি ব্লকের জনার্দন সায়ের প্রাথমিক বিদ্যালয়ের একদিকে যেমন চলছে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন ঠিক তেমনই অন্যদিকে স্কুলের রুমে রীতিমত থাকা খাওয়ার ব্যবস্থা করেছে রাস্তা মেরামতের শ্রমিকরা। যেন তাঁদের বসতবাড়ি, এমন ছবি প্রকাশ্যে আসতেই অবাক সকলে। প্রশ্ন উঠছে স্কুল ভবনে কীভাবে নির্মাণ শ্রমিকরা আছেন?

ঠিকাকর্মীদের থাকা নিয়ে মুখে কুলুপ শিক্ষিকার

বিগত কয়েকদিন ধরেই আসানসোলের বারাবনি ব্লকের জনার্দন সায়ের প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় কাজ চলছে। প্রচুর ঠিকাকর্মী নিযুক্ত হয়েছে। দিন রাত কাজ চলার কারণে সেখানেই থাকতে হয়েছে, তাই বসবাসের জায়গা হতে উঠেছে এই প্রাথমিক বিদ্যালয়টি। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। তবে নির্মাণ শ্রমিকদের প্রশ্ন করা হলে তিনি বলেন, রাস্তা সংস্কারের কাজ চলছে তাই এখানেই তাদের কে থাকতে বলা হয়েছে। বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন।

আরও পড়ুন: মেদিনীপুর থেকে উদ্ধার টাকার পাহাড়! সৌরভ রায়ের বাড়িতে কী কী পেল ইডি?

শিক্ষাভবনে এইরকম কার্যকলাপ প্রকাশ্যে আসতেই যখন অভিভাবকদের মধ্যে বিক্ষোভ তৈরি হল সেই সময় এই বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রথিন্দ্রনাথ মজুমদার। এদিকে বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। গেরুয়া শিবিরের তরফে তৃণমূলকে তুলোধোনা করে একাংশ বলেছেন, “মমতা সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের পাঠভবন কোথাও আর দুর্নীতি ছাড়লেন না। তবে খুব বেশিদিন তাঁর এই জোরজুলুম চলবে না।

Leave a Comment