সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার। খালেদা জিয়ার প্রয়াণ, যদুবাবু মার্কেটে অগ্নিকাণ্ড, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দেরি হলে দেওয়া হবে রকমারি খাবার
শীতে কুয়াশার কারণে ট্রেন প্রায়শই বিলম্বিত হচ্ছে। আর এতে যাত্রীদের খাবারের সমস্যা পোহাতে হয়। আগে রেলওয়ে দেরির সময় শুধুমাত্র খিচুড়ি পরিবেশন করত, যা যাত্রীদের কাছে খুব একটা পছন্দের খাবার ছিল না। তবে এবার নতুন উদ্যোগে ট্রেন বিলম্বিত হলে যাত্রীদের জন্য সুস্বাদু এবং বৈচিত্র্যকর খাবার দেওয়া হবে বলে খবর। পোহা থেকে শুরু করে রাজমা-ভাত এবং ছোলা-ভাতের মত আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সম্প্রতি বারানসি-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে এই পরিষেবা কার্যকর করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ২৯ ডিসেম্বর থেকে ট্রেন টিকিট বুকিং এর নিয়মে পরিবর্তন
আইআরসিটিসি ২৯ ডিসেম্বর থেকে ট্রেন টিকিট বুকিং-এর নিয়মে পরিবর্তন আনল। নতুন নিয়ম অনুযায়ী, আধার লিঙ্ক যুক্ত অ্যাকাউন্ট ছাড়া ব্যবহারকারীরা প্রথম দিনে সংরক্ষিত টিকিট সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুক করতে পারবে না। আর ৫ জানুয়ারি থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ১২ জানুয়ারি থেকে আবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকিট বুকিং সীমিত করা হবে। এর লক্ষ্য হল ভুয়ো অ্যাকাউন্ট এবং দালালদের কার্যক্রমগুলি রোধ করা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বিরাটির যদুবাবু বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
বিরাটি যদুবাবু বাজারে সোমবার গভীর রাত দেড়টা নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এতে ২০০টি রয়েছে দোকান পুড়ে পুরো ছাই হয়ে যায়। সরু রাস্তার কারণে দমকল বাহিনী বাজারে প্রবেশ করতে ব্যর্থ হয়। কিন্তু পাশের উড়ালপুল থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বাজারে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা। বছরের শেষে তাঁরা সর্বস্ব হারিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমদম পৌরসভার প্রধান বিধান বিশ্বাস সহ আরও অনেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ২৬ বছর বয়সে প্রয়াত টেলিভিশন অভিনেত্রী
মাত্র ২৬ বছর বয়সে টেলিভিশন অভিনেত্রী নন্দিনী সিএম ব্যাঙ্গালুরুতে আত্মহত্যা করলেন। জানা গিয়েছে, তাঁর বাবা-মা বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। আর মা তাঁকে গভীর চাপের মধ্যে ঠেলে দিয়েছিল। নন্দিনী আগে কখনও বিয়ে করতে চায়নি। তিনি তামিল ধারাবাহিক গৌরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিল বলে খবর, যা তাঁকে দর্শকদের মধ্যে পরিচিতি এনে দিয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্ত এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নিয়ে এসেছে। পুলিশ এখন মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আসানসোলের জগতদিহি গ্রামে জলের সমস্যা
আসানসোলের জগদডিহি গ্রামের বাসিন্দা তিন মাস ধরে অনিয়মিত জলের সমস্যায় নাজেহাল। পানীয় জল না পাওয়ার কারণে বাড়ি থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করলেও কোনও রকম সমাধান মিলছে না। তাই মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে তাঁরা ভোট বয়কটের ডাক দিয়েছেন এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে তাঁরা। স্থায়ী সমাধান না মানলে প্রতিবাদ জানাবেন বলেই দাবি করছেন বাসিন্দারা। এমনকি জেলার রাজনৈতিক পরিস্থিতিতে আরও তৎপরতা বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শুভশ্রীকে কটুক্তি করার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত
কলকাতায় মেসির পাশে ছবি তোলাকে কেন্দ্র করে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছিল। এই ঘটনায় বিধায়ক রাজ চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে বিহারের আরা থেকে অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তবকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ধৃতকে টিটাগরে নিয়ে আসা হয়েছে এবং দু’দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। রাজ চক্রবর্তী বলেছেন, বিট্টু শুধুমাত্র তাঁর স্ত্রী নয়, বরং রাজ্যের অন্যান্য নেতার নামে খারাপ মন্তব্য করেছে। ঘটনার পেছনে আরও কেউ রয়েছে কিনা তার তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ, মেয়েদের সালোয়ার কামিজ, ছেলেদের কুর্তা পরার নির্দেশ পঞ্চায়েতের
উত্তরপ্রদেশের বাঘাবত জেলার পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে যে, ১৮ বছরের কম বয়সীদের স্মার্টফোন ব্যবহার এবং শর্ট ড্রেস পরা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি মেয়েদের সালোয়ার কামিজ এবং ছেলেদের কুর্তা পরার নির্দেশ দেওয়া হয়েছে। বিবাহ অনুষ্ঠান গ্রামে করারও পরামর্শ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে সমর্থন এবং বিরোধীতা দুই দিকই এসেছে। কিছু নেতা মনে করছে, মোবাইল নিষিদ্ধ করা শিশুদের জন্য উপকার। আবার অন্যদিকে ইতিহাসবিদরা বলছেন, মোবাইল আজকের দিনে অপরিহার্য। এখন দেখার কতটা বাস্তবায়ন হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) এসআইআর শুনানির আতঙ্কে আত্মহত্যা অভিযোগ দায়ের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে
পুরুলিয়া এসআইআর শুনানির আতঙ্কে ৮২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধ দুর্জন মাঝি আত্মহত্যা করেছেন। বৃদ্ধের পরিবার অভিযোগ করছে, শুনানির জন্য দুশ্চিন্তায় ছিলেন তিনি এবং তারপরে রেল লাইনে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ক্ষুব্ধ পরিবারের ছেলে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের চিফ ইলেক্ট্রল অফিসার মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকি মানসিক নির্যাতন এবং আত্মহত্যার অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বাংলাদেশের ফের হিন্দু হত্যা
বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে ৪২ বছর বয়সী হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাসের মৃত্যু হল। নিহত বজেন্দ্র একই কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। অভিযুক্ত নোমান মিয়া গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছে বলে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মনিন্দ্র কুমার উল্লেখ করেছেন, সংখ্যালঘুদের উপর হামলা দিনের পর দিন বাড়ছে। তার জলজ্যান্ত উদাহরণ দীপু দাসের হত্যাকাণ্ড। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে কিডনিজাতীয় নানান রকম রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসের সমস্যা এবং নিউমোনিয়ার কারণে আইসিইউ-তে ভর্তি ছিলেন এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বিএনপি নেতা এবং তাঁর পুত্র তারেক রহমান নিয়মিত হাসপাতালে দেখাশোনা করতেন তাঁকে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং দুই দফায় তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। এমনকি বিএনপির গুরুদায়িত্বে ছিলেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন