খুঁজে খুঁজে শত্রু ট্যাঙ্ক ধ্বংস করবে তৃতীয় প্রজন্মের মিসাইল! সফল পরীক্ষা DRDO-র

DRDO New Missile For Indian Army tested successfully

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বাড়ল ভারতীয় স্থল বাহিনীর। ট্যাঙ্ক ধ্বংসকারী তৃতীয় প্রজন্মের গাইডেড মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO (DRDO New Missile)। চলমান টার্গেটের বিরুদ্ধে এই মিসাইলের পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতের তৃতীয় প্রজন্মের এই ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র কাঁধে বহনযোগ্য। এছাড়াও সামরিক যান থেকে এই মিসাইল ছোড়া যেতে পারে।

তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের ক্ষমতা

ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে গতকাল অর্থাৎ 11 জানুয়ারি মহারাষ্ট্রের আহিল্যা নগরে অবস্থিত কে কে রেঞ্জে একটি চলন্ত ট্যাঙ্কে তৃতীয় প্রজন্মের ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে DRDO। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ফলে এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ আক্রমণের ক্ষমতা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র দিন রাতের পার্থক্য নির্বিশেষে শত্রুর ট্যাঙ্কে হাড় কাঁপানো আক্রমণ চালাতে সক্ষম। সবচেয়ে বড় কথা, ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এই ক্ষেপণাস্ত্রকে কাঁধে নিয়েও শত্রুর উপর হামলা চালাতে পারবেন। সব মিলিয়ে, তৃতীয় প্রজন্মের উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়লো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

DRDO খুব স্পষ্ট করে জানিয়েছে, ট্যাঙ্ক ধ্বংসকারী তৃতীয় প্রজন্মের গাইডেড মিসাইল বা MPATGM সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় রয়েছে ইমেজিং ইনফ্রারেড সিকার, অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা, ট্যান্ডেম ওয়ারহেড, সম্পূর্ণ বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক দর্শন ব্যবস্থা। জানা গিয়েছে, যোধপুরের প্রতিরক্ষা ল্যাবরেটরির হাত ধরে তৈরি তাপীয় টার্গেট সিস্টেম এই মিসাইলের পরীক্ষার সময় ব্যবহার করা হয়েছিল। প্রতিরক্ষা গবেষণা সংস্থা জানাচ্ছে, তৃতীয় প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীরা কাঁধে করে অথবা টাইপড কিংবা ছোট সামরিক যান থেকেও উৎক্ষেপণ করা যাবে।

 

অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে প্রথম দেশ হিসেবে বিশ্বরেকর্ড গড়ল ভারত

প্রসঙ্গত, তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক ধ্বংসকারী গাইডেড মিসাইলের সফল পরীক্ষার পরই দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, দেশের স্বার্থে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও গোটা বিষয়টিকে বর্ণনা করেছেন তিনি। ভারতীয় বিশ্লেষকদের দাবি, DRDO র নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ভারতীয় স্থলবাহিনীকে কয়েকগুণ শক্তি দিল।

Leave a Comment