খুব শীঘ্রই পৃথিবী থেকে হারিয়ে যাবে সোনার ভান্ডার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Gold Reserve

সৌভিক মুখার্জী, কলকাতা: গয়না বলুন কিংবা বিনিয়োগ, সোনার গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিশ্বের অর্থনীতিতে যখন টালমাটাল অবস্থা থাকে তখন এর চাহিদা আরও হু হু করে বাড়ে। আর বিয়ের মরসুমে তো লাগামছাড়া বাড়ে সোনার দাম। সবথেকে বড় ব্যাপার, আধুনিক প্রযুক্তিতেও সোনা এক অপরিহার্য ধাতু। কারণ, বৈদ্যুতিক গেজেট তৈরিতে সোনার ব্যবহার সবথেকে বেশি হয়।

কিন্তু সম্প্রতি এমন এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যা শুনলে চক্ষু চড়কগাছে উঠবে আপনারও। হ্যাঁ, জানা যাচ্ছে খুব দ্রুতই নাকি এই পৃথিবী থেকে সোনার ভান্ডার (Gold Reserve) হারিয়ে যেতে পারে! কারণ, ইতিমধ্যেই পৃথিবী থেকে ২ লক্ষ ৬০ হাজার টনেরও বেশি সোনা খনন করে ফেলেছে মনুষ্যজাতি। তাই সোনার ভান্ডারের মজুদ খুব শীঘ্রই হ্রাস পাবে।

হাড়হিম করা তথ্য রিপোর্টে

সম্প্রতি মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। আর সেখানে দাবি করা হচ্ছে যে, মানুষের দ্বারা খনন করা সোনার পরিমাণ সবথেকে বেশি। এমনকি সেই পরিমাণ সর্বোচ্চ মজুদ থাকা শীর্ষ ১০টি দেশের সম্মিলিত সোনার মজুদের পরিমাণের থেকেও অনেক বেশি। এমনকি ওই রিপোর্টে দাবি করা হচ্ছে, বেশিরভাগ সোনা গয়না ও বিভিন্ন সামগ্রী তৈরি করতে ব্যবহার করা হয়েছে। কারণ, আগে হলুদ ধাতুর সেরকম কোনও প্রযুক্তিগত ব্যবহার ছিল না।

অন্যদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলর রিপোর্টে দাবি করা হচ্ছে যে, বিশ্বের ৪৫ শতাংশ সোনা গয়না আকারে, ২২ শতাংশ সোনা বিস্কুট এবং কয়েনের আকারে এবং মাত্র ১৭ শতাংশ সোনা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোতে জমা রয়েছে। তবে USGS-র রিপোর্ট বলছে, শিল্পোন্নয়নের পর থেকে সোনার ভান্ডার দ্রুত তলানিতে ঠেকছে। কিন্তু বিশ্বজুড়ে এখনও পর্যন্ত মোটামুটি ৭০ হাজার ৫৫০ টন সোনা মজুদ রয়েছে। এমনকি অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে সোনার ভান্ডার সবথেকে বেশি।

আরও পড়ুনঃ IPS, IAS হওয়ার প্রশিক্ষণ মিলবে দুর্গাপুরে! বড় ভাবনা রাজ্য সরকারের

মজুদের দিক থেকে শীর্ষে কোন দেশগুলি?

এদিকে পরিসংখ্যান অনুযায়ী, চিন বর্তমানে বিশ্বের সবথেকে বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। কিন্তুই জিনপিংয়ের দেশে মজুদের পরিমাণ অনেকটাই কম। মজুদের দিক থেকে তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ, ২০১৪ সালে এই দেশে ৮১৩৩.৪৬ টন সোনা মজুদ ছিল। এরপর রয়েছে জার্মানি, যেখানে সোনা মজুদ রয়েছে ৩৩৫১.৫৩ টন। তারপর ইতালি, ২৪৯১.৮৪ টন। এরপর রয়েছে ফ্রান্স, যাদের সোনার মজুদ ২৪৩৬.৯৭ টন এবং রাশিয়ার কাছে ২৩৩৫.২৫ টন। কিন্তু তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চিন। কারণ, সেখানে মাত্র ২২৬৪.৩২ টন সোনা মজুদ রয়েছে। অন্যদিকে ভারতে রয়েছে মাত্র ৮৮০ টন সোনা। সেই কারণেই মনে করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো পৃথিবী থেকে সোনার ভান্ডার হারিয়ে যাবে।

Leave a Comment