গতি ১৩০ কিমি, ভাড়া ২১০ টাকা! দেখুন শিয়ালদা-বারাণসী অমৃত ভারতের স্টপেজ, টাইমিং

Amrit Bharat Express

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা থেকে ভিন রাজ্যে যাতায়াত করা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া বা তীর্থযাত্রীদের জন্য এবার আসলো বিরাট স্বস্তির খবর। কারণ, চালু হতে চলেছে শিয়ালদা-বারাণসী রুটে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। আগামী ১৭ জানুয়ারি থেকে দেশজুড়ে মোট নটি অমৃত ভারত ট্রেন চালু হবে। তবে তার মধ্যে সাতটি চলবে বাংলাকে কেন্দ্র করে। আর এই নতুন ট্রেন পরিষেবার ফলে দীর্ঘ দূরত্বের যাত্রা যেমন কম সময়ে সম্ভব হবে, তেমনই সাধারণ যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে।

কেন গুরুত্বপূর্ণ শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস?

আসলে শিয়ালদা ও বারাণসী এই দুই শহর দেশের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র। কারণ, শিয়ালদা পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেল টার্মিনাল এবং বাণিজ্যিক প্রবেশদ্বার। অন্যদিকে বারাণসী দেশের অন্যতম বৃহৎ তীর্থ ও পর্যটন কেন্দ্র। আর এই দুই শহরের মধ্যে সরাসরি অমৃত ভারতের মতো দ্রুত গতির ট্রেন চালু হলে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে কলেজ ও কোচিং পড়ুয়ারা। এমনকি তীর্থযাত্রী ও পর্যটকরাও প্রচুর সুবিধা পাবে।

এদিকে অমৃত ভারত এক্সপ্রেসের সবথেকে বড় আকর্ষণ এর গতি। কারণ, এটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে চলতে পারবে। এমনকি শিয়ালদা বারাণসী রুটে চলবে প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। ফলে কম সময়ে দীর্ঘযাত্রা করা সম্ভব হবে এবং অন্য ট্রেনগুলোর উপর চাপ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।

রুট এবং স্টপেজ

শিয়ালদা থেকে বারাণসী যাওয়ার পথে অমৃত ভারত এক্সপ্রেস মোট ছটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে বলে খবর। আর সেগুলি হল দুর্গাপুর, আসানসোল, মধুপুর, যশিডি, পাটনা এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এই রুট বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে যুক্ত করবে।

আরও পড়ুনঃ এখনই কমছে না শীত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় হাড় কাঁপানো ঠান্ডা, আজকের আবহাওয়া

তবে আমরা যদি সময়সূচি নিয়ে কথা বলি, তাহলে এই ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে আর বারাণসী পৌঁছবে পরদিন সকাল ৭:২০ মিনিটে। অন্যদিকে বারাণসী থেকে যাত্রা শুরু করবে রাত ১০:১০ মিনিটে এবং শিয়ালদা পৌঁছবে সকাল ৯:৫৫ মিনিটে। তবে সপ্তাহে শিয়ালদা থেকে সোমবার, বুধবার, শনিবার এই ট্রেন চলবে এবং বারাণসী থেকে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার চলবে।

আরও পড়ুন: হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের লোয়ার বার্থ পাবেন কীভাবে? জেনে রাখুন

ভাড়া কত হতে পারে?

যদিও রেল এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভাড়ার তালিকা প্রকাশ করেনি। কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, অসংরক্ষিত জেনারেল কামরায় এই ট্রেনের ভাড়া হতে পারে ২১০ টাকা। আর ট্রেনটিতে মোট ১৬টি আধুনিক কোচ থাকবে এবং যাত্রীদের আরামদায়ক সিটের ব্যবস্থাও থাকবে।

Leave a Comment