বিক্রম ব্যানার্জী, কলকাতা: জলের আরেক নাম যদি জীবন হয়, তবে অক্সিজেনদায়ী গাছও সেই তালিকায় প্রথমে। তাই তো বারবার গাছ লাগানোর বিষয়ে জোর দিয়েছেন সমাজের সুবুদ্ধি সম্পন্নরা। এমন অনেক গাছ রয়েছে, যেগুলি বাড়িতে থাকলে বাসস্থানের শোভা বৃদ্ধির পাশাপাশি আয় উন্নতিও বৃদ্ধি পায়। বাস্তুতন্ত্র মেনে যদি সঠিক উপায়ে গাছগুলি লাগানো যায়, তাতে আর্থিক সচ্ছলতা যেমন আসবে, তেমনই বাড়বে পজিটিভ ভাইব। একইভাবে এমনও অনেক গাছ রয়েছে যেগুলি বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়ায় (Unlucky Plants For Home)। লাভ তো দূর বরং ক্ষতিই হতে থাকে পরিবারের। আজকের প্রতিবেদনে রইল তেমনই 3 গাছ, যেগুলি বাড়িতে রাখলে আর্থিক ক্ষতির পাশাপাশি পারিবারিক সম্পর্কে ছেদ সহ অঘটনের সম্ভাবনা থাকে।
বাবলা গাছ
অভিজ্ঞদের মতে, বাবলা গাছ একদমই বাড়িতে রাখা উচিত নয়। এতে বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। মনে করা হয়, বাবলা গাছ যদি বাড়িতে থাকে তবে সেই পরিবারের আর্থিক বৃদ্ধি থমকে যায়। একই সাথে সাংসারিক অশান্তি, কর্ম ক্ষেত্রে নিত্য কলহ সহ বাস্তুতন্ত্র সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই ভুলেও বাড়ির কোথাও বাবলা গাছ লাগানোর কথা ভাববেন না।
তেঁতুল গাছ
তেঁতুল পাওয়ার আশায় অনেকেই বাড়িতে তেঁতুল গাছ লাগিয়ে থাকেন। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই কাজ একেবারে অশুভ। মনে করা হয়, তেঁতুল গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জির প্রাদুর্ভাব ঘটে। এছাড়াও পারিবারিক সম্পর্কে ভাঙন, বাড়িতে সব সময় দুঃখজনক পরিবেশ বজায় থাকে। তাই না জেনে তেঁতুল গাছ বাড়িতে এনে লাগিয়ে থাকলে তা আজই তুলে অন্যত্র রেখে আসুন।
কাঁটা জাতীয় গাছ
বাড়িতে কাঁটা জাতীয় গাছ রাখা একদমই উচিত নয়। এমন অনেকেই রয়েছেন যাঁরা বাড়ির শোভা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় গাছ টবে করে বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে লাগান। তবে এই অভ্যাস একেবারেই ঠিক নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কাঁটা জাতীয় গাছ নেগেটিভ এনার্জি বহন করে। এই ধরনের গাছ বাড়িতে থাকলে সাংসারিক অশান্তি বাড়ে। এছাড়াও আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।
অবশ্যই পড়ুন: গুনতে হবে ৫ হাজারের জরিমানা! নতুন নিয়ম সরকারের, ঘর ভাড়া দিয়ে থাকলে এখনই দেখুন
প্রসঙ্গত, বাস্তুশাস্ত্র বলে বাড়িতে যদি এমন কোনও গাছ থেকে থাকে যা শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ মৃতপ্রায়, এইসব গাছ যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত। এই ধরনের মৃতপ্রায় গাছগুলি বাড়ির সুখী পরিবেশকে নিমেষে দুঃখের আবহে বদলে দিতে পারে। তাছাড়াও নেগেটিভ এনার্জির মতো বিষয়গুলি তো রয়েছেই। বলে রাখা ভাল, বাড়িতে মানিপ্ল্যান্টের মতো বিভিন্ন গাছ বাস্তুশাস্ত্র মেনে তবেই লাগানো উচিত। অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না।