বিক্রম ব্যানার্জী, কলকাতা: পৃথিবীর আয়ু আর বেশি দিন নেই! চমকে গেলেন? বিগত বছরগুলিতে পৃথিবী ধ্বংসের নানান ভবিষ্যদ্বাণী সামনে এসেছে। তাতে আতঙ্কিতও হয়েছিলেন অনেকেই। তবে, পৃথিবী আপাতত অক্ষুণ্ন রয়েছে! কিন্তু সুস্থ আছে কি? না।
ভয় ধরাচ্ছে, সদ্য প্রকাশ্যে আসা একটি বৈজ্ঞানিক রিপোর্ট। গবেষকরা দাবি করছেন, মানব সভ্যতার শেষ দিন হয়তো আর বেশি দূরে নয়। কারণটা অবশ্য জলের মতো স্বচ্ছ। ওই রিপোর্টে বলা হচ্ছে, ধীরে ধীরে সময়ের সাথে তাল মিলিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছে অক্সিজেন। শেষ হচ্ছে প্রাণধারণের প্রধান রসদ।
গবেষকদের আশঙ্কা
প্রকাশ্যে আসা একটি রিপোর্ট অনুযায়ী, গবেষক মহলের একাংশ আশঙ্কা করছেন, প্রায় 100 কোটি বছরের মধ্যেই পৃথিবীর বায়ুমন্ডলে থাকা অক্সিজেন শেষ হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে, আজ থেকে 110 কোটি বছর পর বাতাসে অক্সিজেনের পরিমাণ গিয়ে দাঁড়াবে মাত্র 1 শতাংশে। আর তাতে আর যাই হোক বেঁচে থাকা সম্ভব নয়।
কেন কমছে অক্সিজেনের পরিমাণ?
গবেষকদের একটা বড় অংশের দাবি, বর্তমানে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21 শতাংশ জুড়ে রয়েছে অক্সিজেন। তবে দিনের পর দিন পৃথিবীর জলবায়ু পরিবর্তন, ভূতাত্ত্বিক পরিবর্তন, সূর্যের উজ্জ্বলতার বৃদ্ধি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে কমছে অক্সিজেনের মাত্রা। যার জেরে ভবিষ্যতে সমপরিমাণ অক্সিজেন টিকিয়ে রাখা সম্ভব নয়।
গবেষকদের পর্যবেক্ষণ থেকে জানা গেছে, ভবিষ্যতে সূর্যের তাপমাত্রা আরও বাড়বে। কাজেই, সময়ের সাথে সাথে সূর্যের প্রখরতা যত মাত্রা ছাড়াবে ততই কমবে অক্সিজেনের আধিপত্য। একই সাথে বদলে যাবে পৃথিবীর বায়ুর গঠনও। আর এসবেই ধাক্কা খাবে অক্সিজেন উৎপাদনের প্রক্রিয়াও।
অবশ্যই পড়ুন: কর্মী ছাঁটাই করতে পারবে না সংস্থা! এক চাকরিহারার মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের
কীভাবে বাঁচাবে মানবজাতি?
বিশেষজ্ঞরা যা বলছেন তাতে, অক্সিজেন নিয়ে সেই ভয়াবহ সময় আসতে এখনও 100 কোটি বছর লেগে যাবে। কাজেই, সেই সময় আপাতত বহুদূরে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, গবেষণার রিপোর্ট দেখে যদি বিশ্ববাসী সচেতন হতে পারেন, অর্থাৎ জলবায়ু এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন তবে অক্সিজেন হ্রাসের সেই ভয়াবহ দিন হয়তো কিছুটা পিছিয়ে গেলেও যেতে পারে। তবে সেক্ষেত্রে পরিবেশ দূষণ কমিয়ে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসতে হবে সকলকেই।