সহেলি মিত্র, কলকাতাঃ মৌসুমি বায়ু সক্রিয় হয়ে রয়েছে বাংলায়। এরই মাঝে আবার সাগরে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে। সব মিলিয়ে আজ শুক্রবার রথের দিন বাংলাজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছু ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে ১ জুলাই পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেনে নিন আজকের আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। এদিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বাংলা-ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আইএমডি বাংলা-ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের পাশে এবং এর বাইরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে কারণ সমুদ্রের পরিস্থিতি উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে অনুকূল বাতাসের ধরণ এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা প্রবেশের কারণে আজ ২৭ থেকে ৩০ জুন উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রথের দিন বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি পর্যন্ত) এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া
ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।