চাঁদে মানুষ পাঠানোর দিনক্ষণ জানালেন ISRO-র চেয়ারম্যান

ISRO New Mission

সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ গবেষণায় আবারও নতুন মাইলফলক ছুঁতে চলেছে ভারত। ২০২৭ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO New Mission)। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সোমবার আহমেদাবাদে গুজরাট বিশ্ববিদ্যালয়ের ৭৪ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আর সেখানেই তিনি বড়সড় ঘোষণা করেন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

এদিন ইসরোর প্রধান জানিয়েছেন, এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণ করার জন্য ইতিমধ্যেই গগন মিশনের কাজ শুরু হয়েছে। এমনকি মঙ্গল অভিযান নিয়েও চলছে প্রস্তুতি, যা ২০২৮ সালের মধ্যে আরও এগিয়ে আসবে। তাঁর এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট উঠে এসেছে যে, মানব মহাকাশ অভিযানে ভারত এবার ধাপে ধাপে আরও বড় লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে।

আরও পড়ুন: দুটি মিলিয়ে একটি, SBI-র পর দেশে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তৈরির পথে সরকার

ভারতের মহাকাশ অভিযানে বড়সড় সাফল্য

এদিন ভাষণে ভারতের মহাকাশ যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরেছিলেন ইসরোর চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ১৯৬২ সাল থেকে এখনও পর্যন্ত ১৩৩টি উপগ্রহ দেশীয় প্রযুক্তির মাধ্যমে উৎক্ষেপণ করতে পেরেছে ভারত। গত মাসের LVM-3 বাহুবলি রকেটের মাধ্যমে উৎক্ষেপিত উপগ্রহটি ছিল সবথেকে ভারী, যার ওজন ১৬৪ টন। আর এখনও পর্যন্ত ৩৪টি দেশের মধ্যে ৪৩৪টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত, যা বিশ্ববাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা আরও কয়েকগুণ বাড়িয়েছে। এদিকে একদিনে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণের বিশ্ব রেকর্ডও রয়েছে ভারতের নামে।

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, ভারত এখন সেই গুটিকয়েক দেশগুলির মধ্যে জায়গা করেছে যারা সূর্য নিয়ে গবেষণা করছে। আর খুব শীঘ্রই আমাদের আদিত্য মিশন উৎক্ষেপণ করা হবে। এছাড়াও নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকলের অনুমোদন মিলেছে। আর ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য ৪০০০ কোটি টাকা ব্যয় করে তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করা হবে। এমনকি নতুন লঞ্চ প্যাড থেকেই ভবিষ্যতে শক্তিশালী রকেটগুলিকে উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুন: জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর

এদিকে নারায়ণন জোর দিয়ে বলেছেন, মহাকাশ প্রযুক্তি শুধুমাত্র গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ৮৭০০ টির বেশি ট্রেনের চলাচল নজরদারিতে রাখা হচ্ছে। এমনকি সমুদ্রে মৎস্যজীবীদের জন্য মাছ ধরার এলাকা চিহ্নিত করতে স্যাটেলাইট ডেটা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বহু ক্ষেত্রে এই প্রযুক্তি মানুষের জীবন রক্ষার্থে ভূমিকা রাখছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা এই ঐতিহাসিক সাফল্যের।

1 thought on “চাঁদে মানুষ পাঠানোর দিনক্ষণ জানালেন ISRO-র চেয়ারম্যান”

Leave a Reply to afunjogo Cancel reply