সৌভিক মুখার্জী, কলকাতা: যেকোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে এবার বড়সড় পদক্ষেপ নিল আয়কর দপ্তর। দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত ১০ অক্ষরের প্যান নম্বর এবার আরও আধুনিক ও নির্ভুল হবে। চালু হচ্ছে নতুন PAN 2.0। জানা গিয়েছে, এর ভেতরের প্রযুক্তি এবার আগের থেকে আরও শক্তিশালী হতে চলেছে। তবে কী কী সুবিধা মিলবে আর কীভাবে বানাবেন এই প্যান কার্ড?
কী নতুনত্ব আসছে PAN 2.0 তে?
নতুন PAN 2.0 পরিষেবার মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় হল কিউআর কোড যুক্ত প্যান কার্ড। এই কোড স্ক্যান করলেই এনক্রিপ্টেড ফরম্যাটে সমস্ত ডেটা পাওয়া যাবে। এতে ভুল বা জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমবে। আর নতুন প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে এবং সমস্ত পরিষেবা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে একীভূত হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নতুন PAN 2.0 এর অনুমোদন দিয়েছে।
পুরনো প্যান কার্ড কী বাতিল হবে?
এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নতুন PAN 2.0 চালু হলে কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে? এর উত্তর ‘না’। কারণ, পুরনো প্যান কার্ড সম্পূর্ণ বৈধ। কিন্তু আপনি চাইলে মাত্র ৫০ টাকা খরচ করেই নতুন কিউআর কোডযুক্ত প্যান কার্ড রি-প্রিন্ট করতে পারবেন, আর সংশোধনের প্রয়োজন হলে নতুন কার্ডও বানিয়ে নিতে পারবেন।
নতুন প্যান কার্ড রি-প্রিন্ট করবেন কীভাবে?
প্যান কার্ডকে রি-প্রিন্ট করতে চাইলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনাকে এনএসডিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এবার সেখানে PAN Reprint পেজে যেতে হবে।
- এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং জন্ম তারিখের তথ্য ইনপুট করতে হবে।
- এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটিকে ইনপুট করতে হবে।
- এরপর ৫০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপর অ্যাকনলেজমেন্ট রিসিভ ডাউনলোড করে রাখতে হবে। ২৪ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে ই-প্যান ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের দুঃসংবাদ দিয়ে অনেকটাই চড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
বলে রাখার বিষয়, ফিজিক্যাল প্যান কার্ড ডেলিভারি হতে মোটামুটি ১৫ থেকে ২০ দিন মতো সময় লাগে। আর এই প্যান কার্ড আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে স্পিড পোস্টের মাধ্যমে। সরকারের মতে এই পরিবর্তন ভুয়ো তথ্যের সমস্যা এবং পরিচয় সংক্রান্ত প্রতারণা অনেকটাই কমাবে। তাই যদি আপনি পুরনো প্যান কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে নতুন প্যান রিপ্রিন্ট করে নিতে পারেন খুব সহজেই।