সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভারতকে ফ্যাসাদে ফেলল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on India)। বুধবার এক গুরুত্বপূর্ণ স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবার ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে নিজেদেরকে প্রত্যাহার করল। তবে সেই তালিকায় রয়েছে ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, এই সংস্থাগুলি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। সেই কারণে সেগুলিকে অপ্রয়োজনীয় বা অকার্যকর হিসাবে গণ্য করা হচ্ছে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সংগঠনগুলিতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ চুক্তি এবং অংশগ্রহণ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছিল। আর সেই আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৩৫টি অ-জাতিসংঘভুক্ত আন্তর্জাতিক সংস্থা এবং ৩১টি জাতিসংঘ সংযুক্ত সংস্থাগুলি থেকে যুক্তরাষ্ট্র নিজেরদেরকে প্রত্যাহার করবে। জানানো হয়েছে, এই সংস্থাগুলি গ্লোবালিস্ট এজেন্ডা, চরমপন্থী জলবায়ু নীতি এবং আদর্শগত কর্মসূচি প্রচার করছে যা কিনা মার্কিন সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে।
বলাবাহুল্য, দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে দিনের পর দিন দূরত্ব বাড়াচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়িয়েছে। পাশাপাশি UNRWA এর তহবিল অর্থ বরাদ্দ স্থগিত করেছে। এমনকি ইউনেস্কো থেকেও নিজেদেরকে প্রত্যাহার করেছে। আর এই পদক্ষেপগুলির মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের দাবি স্পষ্ট করছে যে, তারা আন্তর্জাতিক সহযোগিতার বদলে আমেরিকা ফার্স্ট নিজেদেরকেই অগ্রাধিকার দিতে চায়।
আরও পড়ুন: ৯৯% কাজ শেষ! চিন, রাশিয়াকে পেছনে ফেলে সব রেকর্ড ভাঙল ভারতীয় রেল
বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের নভেম্বর মাসে এই ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স সংস্থাটির প্রস্তাব দিয়েছিল। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সৌর শক্তির ব্যবহার বাড়ানো। প্রথমে এই সংস্থার প্রস্তাব লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ঘোষণা করা হয়। তবে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ভারত-আফ্রিকা সম্মিলনে, এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মরক্কোর মারাকেশে ২০১৬ সালের নভেম্বর মাসে। আর এই উদ্যোগকে এক সময় ভারতের সবথেকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হয়েছিল। তবে সেখান থেকে এবার নিজেদেরকে সরিয়ে নিলে যুক্তরাজ্য, যা ভারতের কূটনৈতিক মহলে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
Hey guys, just checked out ok3655vn and it seems pretty solid. Lots of options to explore. I’d say give ok3655vn a try, see if it’s your thing.