প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হতে চলেছে, তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগে সোমবার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুড়িগঙ্গার উপর দীর্ঘ ৪.৭৫ কিলোমিটার এই গঙ্গাসাগর সেতুতে থাকবে মোট ৪টি লেন। উভয়পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। আর এই সেতু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। কিন্তু এবার সেই সেতুর শিলান্যাস নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার
গত ৫ জানুয়ারি, গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর শিলান্যাসের পর মমতা বলেছিলেন, “আমরা মুখে বলি না কাজে করি। ১ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিল। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু হচ্ছে।” এছাড়াও তিনি এই সেতু তৈরি নিয়ে বলেছেন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দুর্ভোগ শেষ হবে। তবে গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমত চ্যালেঞ্জ করলেন মমতাকে। এমনকি নির্বাচনের আগে এই সেতু শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলেও মন্তব্য করেন তিনি৷
আরও পড়ুনঃ শুধু চাল নয়, রেশন কার্ডে মিলবে আরও কিছু! নতুন নিয়ম আনল সরকার
কী বলছেন শুভেন্দু অধিকারী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মুড়িগঙ্গা জাতীয় জলপথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের NOC-টা দেখান। আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার NOC-র জন্য কোনও প্রক্রিয়া শুরু করেনি।” তাঁর আরও দাবি, “আপনি সামনে ভোট বলে যা খুশি বলে দিলেই হবে নাকি। সাগরে আপনি জিতবেন না। ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে। ভারত সরকারের অর্থে করবে। আপনি করতে পারবেন না। ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, জমি অধিগ্রহণ হয়নি।”
আরও পড়ুন: ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর
শুভেন্দু অধিকারীর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস সংক্রান্ত অভিযোগকে অবশ্য গুরুত্ব দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “আরে ছাড়ুন তো। যারা কিছু করে না, তারা বলে বেশি। আমি শুধু আমার কথা বলতে পারি। ওদের কথাটা বলতে পারি না। কারণ, যারা কাজ করে না, তারা অকাজ করে বেড়ায়। আর আমাদের এত বেশি কাজ থাকে যে কাজের মধ্যে ডুবে থাকতে হয়।”
Alright guys, I’m on the hunt for a new sportsbook and 88vinbet1 keeps popping up. Anyone got firsthand experience? Good odds? Quick payouts? Let me know. Check out the site here 88vinbet1.