জলের দরে বিকোবে iPhone সহ অন্যান্য প্রোডাক্ট! কবে আসছে Flipkart Big Billion Days?

Big Billion Days

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি আগস্ট মাস থেকে শুরু হচ্ছে একের পর এক বিশাল ছাড়ের মেলা। হ্যাঁ, আপনি যদি বছরের সেরা অফারগুলির অপেক্ষায় থাকেন, তাহলে ফ্লিপকার্টের এই অফারগুলি মিস করলে চলবে না। কারণ ফ্লিপকার্ট এবার নিয়ে আসছে Freedom Sale, Big Billion Days, Diwali Sale সহ আরো অনেক অফার। চলুন জেনে নেওয়া যাক, এবছরের ফ্লিপকার্টের সেলের সম্পূর্ণ ক্যালেন্ডার।

ফ্লিপকার্ট Freedom Sale

বল দিই, চলতি আগস্ট মাসের 1 তারিখ থেকে ফ্লিপকার্টের Freedom Sale শুরু হয়েছে। আর এই সেল চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। এই সেলে গ্রাহকরা BOBCARD, ICICI ও SBI  কার্ডে ১০% ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, 5000 টাকা পর্যন্ত ছাড় মিলবে এই সেলে। পাশাপাশি  Bajaj, ICICI, Axis কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে No-cost EMI-এর সুবিধা পাওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক কার্ডের মাধ্যমে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। এর পাশাপাশি ফ্লিপকার্ট  Pay Later-এর যোগ্য গ্রাহকরা 1 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে। এমনকি প্রথমবার ইউপিআই পেমেন্টে 50 টাকা ছাড় পাওয়া যাবে।

আর এই সেলের সবথেকে বড় আকর্ষণ সদ্য লঞ্চ হওয়া iPhone 16e, Google Pixel 9a, এবং iPhone 16-এর উপর দারুন ছাড়। হ্যাঁ, এই সেলে মোবাইল ফোনগুলোর উপর সর্বোচ্চ 85% পর্যন্ত ছাড় মিলছে, ল্যাপটপের ওপর 65% ছাড় এবং ইয়ারবাডের উপর 65% পর্যন্ত ছাড় মিলছে।

ফ্লিপকার্ট Big Billion Days 2025

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের  Big Billion Days সেল। আর এই সেলে ফ্লিপকার্ট সবথেকে বেশি অফার দেয়। হ্যাঁ, এই সময় আপনি পাবেন 40 হাজার টাকার নীচে iPhone 15, 42,999 টাকায় Pixel 9a, 43,999 টাকায় iPhone 16e এবং স্মার্ট টিভিতে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়।

শুধু তাই নয়, ফ্লিপকার্ট দূর্গাপূজার পর দেওয়ালি সেলও আনবে, যেখানে গোল্ড কয়েন, জুয়েলারি, হোমডেকার বা বিভিন্ন গিফট আইটেমে প্রচুর পরিমাণে ছাড় মিলবে। তাই নিজের বা প্রিয়জনের জন্য উপহার কেনার জন্য এটি হতে পারে সেরা সময়।

আরও পড়ুনঃ এখনই কমছে না রেপো রেট, স্পষ্ট জানিয়ে দিলেন RBI গভর্নর

ফ্লিপকার্টের আগামী সেল ক্যালেন্ডার 2025

উল্লেখ্য, চলতি বছরে ফ্লিপকার্টে আরো বেশ কিছু অফার নিয়ে আসছে। আর সেগুলি হল—

  • 23 সেপ্টেম্বর থেকে Big Billion Days Prep
  • 30 সেপ্টেম্বর থেকে ৪ ই অক্টোবর পর্যন্ত Flipkart Big Billion Days
  • 14 অক্টোবর থেকে Shopping Utsav Sale
  • 10 নভেম্বর থেকে Flipkart Diwali Sale
  • 25 নভেম্বর থেকে Black Friday Sale
  • 26 ডিসেম্বর থেকে End of Season Sale

Leave a Comment