প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শিলিগুড়িতে বিক্ষোভ পরিস্থিতি তৈরি করেছিল অভিভাবকরা, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাবড়াতে (Habra) প্রধান শিক্ষকের টাকা দিয়ে টিসি দেওয়া নিয়ে শুরু হল আরেক উত্তেজনামূলক পরিস্থিতি। অভিযুক্তের শাস্তির দাবিতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিভাবকরা।
টাকা নিয়ে টিসি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
সাধারণত প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাস করার পর হাইস্কুলে উচ্চতর শ্রেণিতে ভর্তির জন্য প্রাইমারি স্কুল থেকে পড়ুয়াদের টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন হয়। কিন্তু অভিযোগ উঠছে এবার এই টিসির জন্যই মাথাপিছু ৩০০ টাকা করে নিচ্ছে হাবড়া হিজলপুকুর এলাকার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রনীল মিত্র। টাকা নেওয়ার পর দেওয়া হচ্ছে না কোনো সরকারি রশিদ। যাঁরা টাকা দিতে পারছেন না, তাঁদের টিসি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ অভিভাবকরা। আর তাতেই খুব বাড়ছে অভিভাবকদের মধ্যে। অভিযুক্তের শাস্তির দাবিতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উত্তাপ বেড়েছে।
আরও পড়ুনঃ ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর
নথিতেও একাধিক কারচুপির অভিযোগ
ক্ষুব্ধ অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক টিসি দেওয়ার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে ৩০০ টাকা করে দাবি করেছেন। যা অনৈতিক, এর পাশাপাশি স্কুলের পঠন-পাঠন নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকারা সময়মতো স্কুলে আসেন না এবং স্কুলের কোনো শৃঙ্খলা নেই। তাঁদের আরও অভিযোগ, ২০২৬ সালে দেওয়া টিসিতে সাল লেখা রয়েছে ২০২৫। অর্থাৎ টাকা দিয়ে নেওয়া টিসিতেও একাধিক তথ্যের ভুল রয়েছে, যার ফলে ওই স্কুলের প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযুক্ত প্রধান শিক্ষক যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
আরও পড়ুন: অসুস্থ হলেও খোঁজ নিচ্ছেন না পার্থ! জানাননি নতুন বছরের শুভেচ্ছা, কী বলছেন অর্পিতা?
সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের এই ধরনের আচরণে কড়া সমালোচনা করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা দেবজ্যোতি দাম বলেন, “তৃণমূল আর কয়েক মাস পরেই ক্ষমতাচ্যুত হবে জেনে এখন ৩০০ টাকাও সংগ্রহ করছে। তৃণমূল এই চুরি আর দুর্নীতিই শেখায়, আর ওদের শিক্ষক সেলের নেতা সেটাই করে দেখাচ্ছেন। তবে বেশিদিন এই অত্যাচার চলবে না। ২৬ এই হাওয়া পরিবর্তন হবে। ” অন্যদিকে বিজেপির কথা তোয়াক্কা না করেই হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন, “টিসি দেওয়ার জন্য কোনও টাকা নেওয়ার নিয়ম নেই। যদি এমনটা ঘটে থাকে, তবে দলীয় স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
King88winvip, se você quer se sentir um rei no mundo das apostas, esse é o lugar! Atendimento VIP, bônus generosos e uma plataforma que te deixa no comando! Seja o rei no king88winvip.