বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ চলন্ত ট্রেনে জ্বলে উঠল লাল বাতি! সতর্ক হয়ে গেলেন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেনের বাথরুমের সামনে পৌঁছলেন রেল পুলিশের এক মহিলা কনস্টেবল। কী এমন ঘটল? সদ্য সোশ্যাল মিডিয়ায় পা রেখেছে এমনই একটি ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের বাথরুমের বাইরে হঠাৎ জ্বলে উঠেছে লাল বাতি। ঘটনাস্থলে পৌঁছেছেন এক মহিলা পুলিশ কর্মী। ভিডিওটি একটু এগোতেই দেখা যায়, ট্রেনের বাথরুম থেকে বেরিয়ে আসছেন এক যুবক। অভিযোগ, ওই যুবক বাথরুমে বসে ধূমপান করছিলেন (Smoking On Train)। আর সে কারণেই সতর্ক করেই স্মোকিং ডিটেক্টরে জ্বলে ওঠে লাল বাতি।
মহিলা পুলিশ কর্মীর রোষের মুখে যুবক
যাত্রীরা যাতে ট্রেনে ধূমপান না করেন সেজন্য বারবার সতর্ক করে প্রচার চালিয়েছে রেল পুলিশ। এছাড়াও ভারতীয় রেলের তরফে ট্রেনে ধূমপানের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধিও চালু রয়েছে। কিন্তু নিয়মের তোয়াক্কা করে কে? রেলের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও আজও ট্রেনের মধ্যে লুকিয়ে ধূমপান করার অভ্যাস রয়েছে বহুযাত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা ভিডিওটি তারই এক বড় প্রমাণ।
ওই ভাইরাল ভিডিওটিতে ট্রেনের বাথরুমের বাইরে যুবককে হাতেনাতে ধরেন এক মহিলা পুলিশ কনস্টেবল। তাঁর বিরুদ্ধে চলন্ত ট্রেনে ধূমপানের অভিযোগ তুলে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন ওই মহিলা পুলিশ কর্মী। ভিডিওটিতে, রেল পুলিশের ওই মহিলা কনস্টেবলকে স্মোকিং ডিটেক্টরের লালবাতি দেখিয়ে যুবকের উদ্দেশ্যে বলতে শোনা যায়, কী এটা? এত ধূমপানের শখ থাকলে নিচে নেমে করুন না!
নিজে মরবেন বাকিদেরও মারবেন। শিক্ষিত ব্যক্তি হয়েও এমন আচরণ করছেন? মহিলা পুলিশ কর্মীর বকুনি খেয়ে একেবারে সুবোধ বালকের মতো ট্রেনের বেসিনে মুখ ধুচ্ছিলেন ওই যুবক। ভিডিওটির একেবারে শেষ লগ্নে যুবককে উদ্দেশ্য করে ওই মহিলা পুলিশ কনস্টেবল বলেন, ভবিষ্যতে ট্রেনে যাত্রা করার সময় এরকম ভুল আর করবেন না। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই, চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের!
অবশ্যই পড়ুন: যেচে পুতিনের সাথে হাত মেলাতে লাফালেন পাক প্রধানমন্ত্রী, মুখ ফেরালেন জিনপিং! শেহবাজের ভিডিও ভাইরাল
ট্রেনে ধূমপানের শাস্তি
ট্রেনে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ, সে কথা বর্তমানে সর্বজনবিদিত। কিন্তু তা সত্ত্বেও অভ্যাস বশে বহু যাত্রী ট্রেনের বাথরুমে কিংবা দরজার কাছে বসে ধূমপান করার রোগ ছাড়তে পারেন না। আর সে কারণেই, বহু প্রচারের পর বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনে স্মোকিং ডিটেক্টর বসিয়েছে ভারতীয় রেল। যা মূলত সিগারেট বা অন্য কোনও ধোঁয়া নির্গত হলেই স্মোক সেন্সরের মাধ্যমে সেটি সানাক্ত করে।
তাছাড়াও ট্রেনের মধ্যে ধূমপান করা হলেই রেল পুলিশ থেকে শুরু করে যাত্রীদের অ্যালার্ট করার জন্য জ্বলে উঠবে লাল বাতি। যেমনটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির যুবকের সাথে। বলা বাহুল্য, কোনও ব্যক্তি যদি ট্রেনের মধ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন তবে সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা বা পুলিশের হাতে গ্রেফতারি এমনকি জেল যাত্রাও হতে পারে।