ডিগ্রি ছাড়াই পূর্ব রেলে কাজের সুযোগ, হাওড়া ডিভিশনে ATVM ফেসিলিটেটরের জন্য বিজ্ঞপ্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা রেলে কাজ করার সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। এবার হাওড়া ডিভিশনের স্টেশনগুলিতে অসংরক্ষিত টিকিট প্রদানের জন্য ফেসিলিটেটর নিয়োগের (Eastern Railway Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। 

জানা যাচ্ছে, পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এমনকি পাওয়া যাবে মোটা অংকের কমিশন। তবে কত শূন্যপদ রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, কত বয়স সীমা লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, নিয়োগ কীভাবে করা হবে, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কোন পদে নিয়োগ করা হচ্ছে? | Eastern Railway Recruitment 2025 |

সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই ডিভিশনের স্টেশনগুলিতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট প্রদানের জন্য ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কিত তথ্য উল্লেখ করা নেই।

কী যোগ্যতা লাগবে?

এখানে আবেদন করার জন্য সেরকম কোনও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী, অবসরপ্রাপ্ত রেলের কর্মচারীদের স্বামী বা স্ত্রী, এমনকি প্রাপ্তবয়স্ক নাগরিকরা এখানে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।

বয়স সীমা কত লাগবে?

বয়স সংক্রান্ত কোনও তথ্য বিজ্ঞপ্তিতে বলা নেই। এখানে যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবে। শুধু যোগ্যতাগুলো পূরণ করতে হবে।

কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে?

পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে নির্দিষ্ট কোনও পারিশ্রমিক দেওয়া হবে না। তবে নিয়ম অনুযায়ী ফেসিলিটেটরের মাধ্যমে বিকৃত টিকিটের মূল্যেও 3 শতাংশ কমিশন দেওয়া হবে।

বলে দিই, এখানে আবেদন যুক্ত হওয়ার জন্য এনএসজি-1 এবং এনএসজি-2 স্টেশনের জন্য 50,000 টাকা এবং অন্যান্য স্টেশনের জন্য 25,000 টাকা করে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। তবে তা পরে ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাজ্য সামর্থ্য অনুযায়ী DA দেবে, কেন্দ্রীয় হারে নয়! ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বিতর্ক

আবেদন করবেন কীভাবে?

জানা যাচ্ছে, এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটের টেন্ডার সেকশন থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, পূর্ব রেলওয়ে, হাওড়ার কার্যালয়ের পাঠিয়ে দিতে হবে।

বলে রাখি, এখানে আবেদন শুরু হচ্ছে 26/06/2025 থেকে এবং আবেদন জমা করার শেষ তারিখ 21/07/2025। এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সারতে হবে।

Leave a Comment