সৌভিক মুখার্জী, কলকাতা: নভেম্বর গড়িয়ে ডিসেম্বর পড়ার পথে। তবে ডিসেম্বর মাসে নাকি ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays in December) থাকবে বিভিন্ন রাজ্যে! হ্যাঁ, এমনই একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। তাই মাস শুরুর আগে জেনে নেওয়া জরুরী কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে আর কোন কোন পরিষেবা পাওয়া যাবে।
এমনিতেই ডিসেম্বর উৎসবের মাস। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক উৎসব ও স্মরণ দিবস পালিত হয়। তাই রিজার্ভ ব্যাঙ্ক অঞ্চলভিত্তিক ছুটি ঘোষণা করেছে। ফলে কোথাও একদিন, কোথাও টানা দুই-তিন দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্কগুলি।
রাজ্যভেদে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ?
প্রথমে আমরা যদি রাজ্যভেদে আলোচনা করি তাহলে ডিসেম্বর মাসে—
- ১ ডিসেম্বর অরুণাচল প্রদেশে ইন্ডিজেনাস ফেইথ ডে উপলক্ষে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স দিবস উপলক্ষে রাজ্যজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ ডিসেম্বর পা টোগান নেংমিনজা সাংমা দিবস উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
- ১৮ ডিসেম্বর ছত্তিশগড়ে গুরু ঘাসিদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৮ ডিসেম্বর মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ ডিসেম্বর গোয়াতে রাজ্যের লিবারেশন ডে উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে
রয়েছে বড়দিনের ছুটি
এদিকে ডিসেম্বর মাসের সবথেকে বড় ছুটি ক্রিস্টমাস। আর সেই সূত্রে—
- ২৪ ডিসেম্বর মেঘালয় এবং মিজোরামে বড়দিনের আগের দিন থেকে ছুটি পড়বে।
- ২৫ ডিসেম্বর গোটা দেশে ক্রিস্টমাস বা বড়দিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৬ ডিসেম্বর মেঘালয়, মিজোরাম, তেলেঙ্গানা এবং হরিয়ানায় বড়দিনের পরবর্তী দিন উপলক্ষে ছুটি থাকবে। এমনকি হরিয়ানায় শহীদ উধম সিং জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ২৭ ডিসেম্বর হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেও ছুটি
এদিকে ৩০ ডিসেম্বর মেঘালয়ে উ কিয়াং নাংবাহ দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং সিকিমে তমু লোসার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে খবর। আর ৩১ ডিসেম্বর মিজোরাম এবং মনিপুরে নববর্ষের আগের দিন উপলক্ষে সম্পূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’! প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? জানাল আবহাওয়া দফতর
তবে যদি আমরা শনি ও রবিবার নিয়ে কথা বলি, তাহলে ডিসেম্বর মাসের ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখ রবিবার উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ১৩ এবং ২৭ ডিসেম্বর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার উপলক্ষে সম্পূর্ণ ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ করার বিষয়, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা আগের মতো সচল থাকবে। অর্থাৎ ইউপিআই, নেট ব্যাঙ্কিং কিংবা এটিএম-এ কোনওরকম সমস্যা হবে না।