প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে এই শ্রাবণ মাস সকল শিবভক্তদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। তাইতো এই মাসে তারকেশ্বর মন্দির ভক্তদের জন্য একটি প্রধান তীর্থস্থান হয়ে ওঠে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার, তারকেশ্বর মন্দির লক্ষ লক্ষ ভক্তের সমাগম দেখা যায়।
আজ থেকেই শুরু শ্রাবণের যাত্রা
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছে ১৬ জুলাই ২০২৫ থেকে। তবে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হতে চলেছে ১৮ জুলাই ২০২৫ থেকে। তাই অনেকেই আজ থেকে কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া শুরু করে। বিশ্বাস করা হয় যে, এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। তবে এবার তারকেশ্বর ভ্রমণ নিয়ে একাধিক নিয়ম আনা হয়েছে। তাই ভ্রমণের আগে সেই নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
মন্দির কর্তৃপক্ষ নিল একাধিক পদক্ষেপ
ফেসবুকের একটি ভিডিওর মাধ্যম জানা গিয়েছে প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন তারকেশ্বরে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করতে। তবে এবছর তারকেশ্বর মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে। জানা গিয়েছে এবার থেকে পূর্ণিমা ও শ্রাবণের বিশেষ দিনে, কেউই আর মন্দিরের গর্ভগ্রিহে ঢুকে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না। বিশেষ বিশেষ দিন যেমন শ্রাবণ পূর্ণিমা, শ্রাবণের সোমবার এবং শিবরাত্রি বা অন্য বড় দিনে জল ঢালতে পারবে না। সেক্ষেত্রে ভক্তরা মন্দিরের বাইরের দেওয়ালে চোঙা ব্যবহার করে জল ঢালতে পারবে।
আরও পড়ুন: শিক্ষকের অভবত্যায় একসঙ্গে অসুস্থ ১৬ ছাত্রী! তোলপাড় কাণ্ড রামপুরহাটের বেসরকারি স্কুলে
প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে ব্যবস্থা
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর শ্রাবণ মেলা শুরু হয়েছে ১১ জুলাই থেকে এবং চলবে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত। এই সময় পুণ্যার্থীদের তারকেশ্বর ভ্রমণের জন্য প্রশাসনের তরফ থেকে বেশকিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পথে চলতে চলতে কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে বিশুদ্ধ পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।