তৃণমূলের বিজয় উল্লাসের বলি ১০ বছরের শিশু, কালীগঞ্জে বোমার আঘাতে প্রাণহারা কিশোরী

সহেলি মিত্র, কলকাতা: শাসক দলের বিজয় উল্লাসের বলি হতে হল ১০ বছরের এক শিশুকে। সোমবার কালীগঞ্জে (Kaliganj) উপ নির্বাচনের গণনা চলার সময়, বোমা বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল এক ১০ বছর বয়সী শিশু। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই বিরুদ্ধে। মৃতার বয়স মাত্র ১০।

বোমা বিস্ফোরণে মৃত শিশু

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা চলছে। বিপুল ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল। আবার অনেকের অভিযোগ, ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় দুখঃপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেছেন যে পুলিশ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। তিনি লেখেন,”বড়োচাঁদগরে বিস্ফোরণে এক তরুণীর মৃত্যুতে আমি হতবাক এবং গভীরভাবে শোকাহত। শোকের মুহূর্তে আমার প্রার্থনা পরিবারের সাথে রয়েছে। ”

কী বলছে পুলিশ?

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, “সোমবার কালীগঞ্জ  থানার সীমানার বারোচাঁদগরে বোমা বিস্ফোরণে মেয়েটির মৃত্যু হয়। মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি।” উল্লেখ্য, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। এরপর আজ সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ ছিল। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এরপর ফলাফল প্রকাশ পেতেই জানা যায়, জিতে গিয়েছে তৃণমূল।

Leave a Comment