থাই দেখতে দেখতে যাবে ছেলেরা, বুঝে চলা উচিৎ! মেয়েদের পোশাক নিয়ে বেফাঁস চিরঞ্জিত

Chiranjeet Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: মহিলাদের পোশাক নিয়ে কম বিতর্ক হচ্ছে না সমাজে। কেউ বলছেন সমাজের মানসিকতা বুঝে পোশাক পরিহিত করা খুব জরুরী তো কেউ আবার বলছে নিজের ইচ্ছা এবং সুবিধা অনুযায়ী পোশাক পরা জরুরি। অর্থাৎ এই বিষয়ে বিতর্ক রীতিমত অন্তহীন। এমতাবস্থায় ফের বিতর্কে নাম জড়িয়ে পড়ল বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। এবং বিতর্কে ইস্যু সেই মহিলাদের পোশাক।

মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য চিরঞ্জিতের

উল্লেখ্য, এর আগেও মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল চিরঞ্জিত চক্রবর্তীকে। তিনি একসময় বলেছিলেন যে, “শ্রাদ্ধ বাড়ি এবং ভিড় ট্রেনে মহিলাদের এক ধরনের পোশাক পরা উচিত না। মহিলাদের নিজেদের পোশাক নিয়ে সচেতনতা বজায় রাখা উচিত।” অর্থাৎ তিনি মনে করেন প্রোটেকশন রয়েছে কিনা সেটা ভেবে মেয়েদের পোশাক নির্বাচন করতে হবে। এবং সেই নিয়ে ক্রমেই বিতর্ক শুরু হয়েছিল। আর এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে ফের মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন চিরঞ্জিত চক্রবর্তী। ক্রমেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

আরও পড়ুনঃ হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো

ভাইরাল ভিডিও

দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। সেই সময় একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সিনেমা, ওয়েব সিরিজ, বাংলাদেশের অবস্থা, পশ্চিমবঙ্গের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বেশ খোশ মেজাজে সেই সকল উত্তর গুলো দিয়েছিলেন। আর সেই প্রশ্ন উত্তর পর্বে এবার তিনি রাজ্যে মেয়েদের নিরাপত্তা এবং পোশাক নিয়ে কথা বললেন। তিনি বলেন, “রাস্তা দিয়ে তিনটে মেয়ে তিন ধরনের পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন পরেছিল সালোয়ার কামিজ, আরেকজন পড়েছিল শাড়ি এবং অপরজন পড়েছিল শর্ট স্কার্ট। পিছনে চার পাঁচজন ছেলে ছিল। সেক্ষেত্রে ছেলেগুলো শর্ট স্কার্ট পরা মেয়েটার পিছনে যাবে কারণ তাঁর থাই দেখা যাচ্ছে। তাই সব মেয়েদের বুঝে চলা উচিত।”

আরও পড়ুন: চলছে না আমার কলকাতা মেট্রো অ্যাপ, কেন কাটা যাচ্ছে না টিকিট? কারণ জানাল কর্তৃপক্ষ

চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্য ভাইরাল হতেই বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক মন্তব্য, এমনকি সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে অনেকে। যদিও এখনও শাসকদলের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment