সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি। কিন্তু তার আগে থেকেই শীত নিজের দাপট দেখাচ্ছে ভালো মতো। এক কথায় ঠান্ডা যেন কমারই নাম নিচ্ছে না। মানুষ উত্তরবঙ্গ যাবে কী, দক্ষিণবঙ্গের দুই জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া পাহাড়ি জেলাগুলিকে ঠান্ডার নিরিখে গুনে গুনে দশ গোল দিচ্ছে। যাইহোক, আজ রবিবার ছুটির দিনেও সকাল থেকে ব্যাপক শীত অনুভূত হচ্ছে। সেইসঙ্গে আবার নিম্নচাপের জেরে আকাশ মেঘলা। মনে হচ্ছে যেকোনও মুহূর্তে বৃষ্টি নামবে। যদিও আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর। তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ আবার হাড় কাঁপানো শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের তুলনায় ঠান্ডা এবং হালকা কুয়াশার পরিস্থিতি কিছুটা মৃদু থাকবে।
আরও পড়ুন: সুকর্মা যোগে ভাগ্যের রেখা জ্বলজ্বল করবে ৩ রাশির! আজকের রাশিফল, ১১ জানুয়ারি
রবিবার সকালে এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত কয়েক দিন এই পরিস্থিতিই বজায় থাকবে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে, বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে শীতের সঙ্গে কুয়াশাও জাঁকিয়ে বসেছে।
আসলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূলে ঢুকলেও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব নেই। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম থাকবে। রাজ্যজুড়ে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কথা বললে, শীতের পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ১৯৯ থেকে নেমে ৫০ মিটারও হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙ জেলার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২ এবং ৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এছাড়াও বাদবাকি জেলাগুলোর তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে থাকবে।