দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি! জারি হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে গোটা দেশের অন্দরে প্রবেশ করেছে বর্ষা। তার উপর এই ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গোটা সপ্তাহ জুড়ে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া (Weather) থেকে এখনই মুক্তি নয় রাজ্যবাসীর।

আবহাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। তার উপর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ যা এইমুহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে আগামী এক-দু’দিনের মধ্যে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ এতটাই বাড়বে যে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ১০ ভাষার তালিকায় দুটি ভারতের, আছে বাংলাও, কত নম্বরে জানেন?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মত আগামীকাল সব জেলায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টি হবে। ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Leave a Comment