সহেলি মিত্র, কলকাতা: প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে সমগ্র বাংলা। বহু বছর পর ডিসেম্বর মাসে রেকর্ড ঠান্ডায় যুবুথুবু অবস্থা বাংলার মানুষের। লা নিনার কথায় অনেকেই হয়তো শুনেছেন কিংবা পড়েছেন বইয়ে। বাস্তব অভিজ্ঞতায় এই হয়তো প্রথম। গুগল বলছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ম তাপমাত্রা ৭-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী দিনে কি কমবে তাপমাত্রা? আজ (৩১ ডিসেম্বর, ২০২৫), বছরের শেষ দিন, কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় রয়েছে ঘন কুয়াশা এবং তীব্র শীতের দাপট। জেলাগুলির কথা বললে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৭-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাকি জেলা যেমন, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়ার তাপমাত্রা ৯-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনার রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী দুই দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকবে, যদিও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে থাকার সম্ভাবনা রয়েছে। এরপর নতুন বছর (২০২৬) থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোর তাপমাত্রা ২-৩ অবধি বৃদ্ধি পেতে পারে। আপাতত, দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ট্রেন লেট হলে মিলবে রকমারি খাবার, নতুন উদ্যোগ নিল রেল
আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, “কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুই দিন অপরিবর্তিত থাকবে। এর অর্থ হল বর্তমান শৈত্যপ্রবাহ আপাতত অব্যাহত থাকবে। এর পরে, সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। নববর্ষের আগে শীতের তীব্রতা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।”
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বছরের শেষ দিন, ঘন কুয়াশার কবলে থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। পাল্লা দিয়ে চলবে শীতের দাপট। এদিকে এই শীত-কুয়াশার মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমবর্ধমান। পাহাড়ি এই জেলায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় নতুন বছরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।