দক্ষিণবঙ্গে এখনই দাপট কমছে না শীতের, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর প্রায় শেষের মুখে, কালকের রাত পেরোলেই ২৬ এর আগমন। এদিকে বর্ষ শেষের আনন্দ আরও দ্বিগুন বাড়িয়ে দিল ঠাণ্ডা (Weather Update) । রোজই তাপমাত্রার পতনে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রতিটি জেলা। কোচবিহার থেকে কাকদ্বীপ- সব জায়গায় একধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের রাতের ঠাণ্ডা একই থাকবে।

এইমুহূর্তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট বেশ বেড়েছে। পারদপতনের নিরিখে রোজই নতুন নতুন নজির তৈরি হচ্ছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও এক ডিগ্রি কমে হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। বিগত কয়েক বছরে ডিসেম্বর মাসে ঠান্ডার এমন রূপ আগে দেখেনি শহরবাসী। জানা গিয়েছে এখনই কনকনে শীত থেকে এখনই রেহাই মিলবে না। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সর্বত্রই আপাতত শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে শীতের দাপট এখনই কমবে না। আগামী আরও দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। তার পর হয়তো সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই শীতের কনকনানি বজায় থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।

আরও পড়ুন: রাস্তার কুকুরদের গণনা করবেন শিক্ষকরা? বিজ্ঞপ্তি নিয়ে যা বলল সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও শীতের হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে অনেকটাই নেমেছে তাপমাত্রা। শুধু পারদ কমছে তা নয়, এর সঙ্গে আবার কুয়াশার দাপটও বেশ দেখা গিয়েছে। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারিপাশ। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment