দশম শ্রেণিতে ফেল করে তিনবার UPSC উত্তীর্ণ! চোখে জল আনবে IPS ঈশ্বরের গল্প

Ishwar Gurjar

সৌভিক মুখার্জী, কলকাতা: “ব্যর্থতা কোনওদিন শেষ হতে পারে না, বরং লড়াই থেকেই শিক্ষা নিতে হয়।” এই কথাটির জলজ্যান্ত উদাহরণ রাজস্থানের ভিলওয়াড়ার এক কৃষক পরিবারের ছেলে ঈশ্বর গুর্জর (Ishwar Gurjar)। তিনি একসময় দশম শ্রেণীতে ফেল করেছিলেন। আর আজ তিনি দেশের শীর্ষস্থানীয় UPSC পরীক্ষায় টানা তিনবার পাস হয়ে সফল একজন IPS অফিসার।

ব্যর্থতা থেকেই নতুন পথচলা শুরু

ঈশ্বরের জীবনে সবথেকে বড় ধাক্কা এসেছিল স্কুল জীবনে। দশম শ্রেণীতে ফেল করার পর তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর বাবা যিনি পেশায় একজন কৃষক, তাঁকে বলেছিলেন, “হাল ছেড়ো না।” বাবার সেই উৎসাহই তাঁর জীবন বদলে দিয়েছে।

এরপর 2012 সালে ঈশ্বর দশম শ্রেণী পাস করেন এবং 54 শতাংশ নম্বর পান। পরে দ্বাদশ শ্রেণীতে পান 68 শতাংশ নম্বর। এরপর এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে তাঁর জীবনের সবথেকে বড় সাফল্য আসে 2019 সালে, যখন তিনি সরকারি স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে তাঁর স্বপ্ন সেখানেই থেমে থাকেনি। এরপরই শুরু করলেন UPSC-র প্রস্তুতি।

UPSC-তেই একের পর এক লড়াই

UPSC যাত্রায় প্রথমবার 2019 সালে প্রিলিমসেই বাদ পড়েন ঈশ্বর। এরপর 2020 সালে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও ফাইনাল লিস্টে নাম ছিল না। এরপর 2021 সালে আবারও ব্যর্থতা। তবে ঈশ্বর হাল ছাড়েনি। 2022 সালে IRS অফিসার পদে নিযুক্ত হন এবং 2023 সালে IPS অফিসার পদে নিযুক্ত হয়ে স্বপ্নপূরণ হয় তাঁর। এমনকি 2024 সালে শেষবারের চেষ্টায় ঈশ্বর আরও একবার প্রমাণ করলেন যে মানসিক লড়াইয়ের থেকে বড় কিছু হয় না।

আরও পড়ুনঃ ‘বিগ বিলিয়ন ডে’র দিনক্ষণ কনফার্ম করল Flipkart! এবার ডিসকাউন্টের তালিকায় কী কী?

প্রসঙ্গত, তাঁর মা সুখী দেবী একজন গৃহবধূ। বাবা ও মা দুজনেই ঈশ্বরের সবথেকে বড় শক্তি। দশম শ্রেণীতে ফেল করা এই ছেলেকে তাঁরা কখনোই হতাশ হতে দেননি। 2024 সালের UPSC ফলাফলের পর নিজেই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, শব্দ একই থাকে। শুধু বদলে যায় বছর আর সময়। 2019 থেকে 2024, একাধিক ব্যর্থতার পরেও তিনবার UPSC তালিকায় নাম লেখা এবং IPS হওয়ার থেকে বড় আনন্দের আর কিছু নেই।

Leave a Comment