দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ মারাত্মক ঠান্ডায় কাঁপছে সমগ্র বাংলা। আপাতত এরকম শীত বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এরকম ঠান্ডার দাপট কবে কমবে? সেই সুখবরের অপেক্ষায় দিন গুনছেন সকলে। তবে সে গুড়ে বালি। কারণ আগামী ১১ জানুয়ারি অবধি এই শীত থাকবে বলে খবর। হাওয়া অফিসের মতে, আজ বৃহস্পতিবারও জেলায় জেলায় অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে সকাল থেকেই ঘন কুয়াশার দাপট তো রয়েইছেই। বেলা বাড়লেও পরিস্থিতি খুব একটা উন্নত হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। বিগত বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র শীতের প্রকোপ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম ও পূর্ব বর্ধমান সহ ৪ জেলায়। এছাড়াও অতিরিক্ত ঠান্ডায় কাঁপবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা। আইএমডি কলকাতার তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, আগামী দিনে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে, যার ফলে সপ্তাহের বাকি সময় হাড় কাঁপানো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, “দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ত্রিপুরা অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা পশ্চিমবঙ্গ জুড়ে ঠান্ডা উত্তর এবং উত্তর-পশ্চিম বায়ু প্রবাহকে সহজতর করবে। কমবে তাপমাত্রাও।”

আরও পড়ুন: শোভন যোগে পরিবারে শান্তি ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ৮ জানুয়ারি

বুধবার কলকাতায় ১২ বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা জানুয়ারি দিন রেকর্ড করা হয়েছে, তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে এখনই কিন্তু রেহাই নেই, তাপমাত্রা এখন আরও কমতে পারে। আজও শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ, সেই ফাঁকেই দ্রুত হামলার জন্য হলদিয়া ঘাঁটিতে বড় প্ল্যান ভারতীয় নৌসেনার!

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। অপরদিকে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আটটি জেলায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে (১৯৯ মিটার থেকে ৫০ মিটার), যার ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার দিন রাজ্যের বেশিরভাগ অংশে রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২° সেলসিয়াস থেকে ৪° সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে, আইএমডি জানিয়েছে।

1 thought on “দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া”

Leave a Reply to 88vin.stone Cancel reply