সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপ সরে গিয়েছে বলে ভাবছেন বাংলায় বৃষ্টির দিন শেষ? তাহলে ভুল ভাবছেন। হাওয়া অফিস বলছে, বৃষ্টির দাপট এখনই কমছে না। আজ রবিবার থেকে ফের বদলে যাবে বাংলার আবহাওয়া। জেলায় জেলায় নামবে ভারী বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরলেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দিঘার উপর দিয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান থাকলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ ছুটির দিনে আপনারও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান রয়েছে? তাহলে জেনে নিন আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের শুরুতেই আবার দক্ষিণবঙ্গে নতুন করে প্রবল দুর্যোগ শুরু হবে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বাদবাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।