দুর্গাপুজো, কুম্ভমেলার পর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে নাম লেখাবে দিওয়ালি

Diwali in UNESCO Heritage

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা অর্জন করতে চলেছে দিওয়ালি (Diwali in UNESCO Heritage)। হ্যাঁ, আগামী ২৮ ডিসেম্বর নয়া দিল্লিতে শুরু হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের বিজ্ঞান, শিক্ষা এবং সংস্কৃতি সংগঠনের অধিবেশন, যা চলবে টানা ৬ দিন ধরে। আর উক্ত অধিবেশনেই এই মুকুট অর্জন করতে পারে দিওয়ালি। জানা গিয়েছে, এই সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করার অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

কোথায় হবে এই অধিবেশন?

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৬ দিনের এই অধিবেশনটি হবে দিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লার অভ্যন্তরে। আর এই অধিবেশনে থাকবে ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বৈশ্বিক ঐতিহ্য রক্ষায় দেশগুলি কী কী ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সেই সম্পর্কেও আলোচনা সভা বসবে। বিশ্বের বিভিন্ন ধরনের সংস্কৃতির ধারাবাহিক স্থাপত্য, শিল্প এবং স্থানীয় পরম্পরা বাঁচিয়ে রাখার জন্য আন্তর্জাতিক অর্থ সাহায্য তহবিলও তৈরি করা হবে এই অনুষ্ঠানে। আর মনোনয়ন পরীক্ষার পর আগামী ১০ ডিসেম্বর ইউনেস্কোর কালচারাল হেরিটেজের মুকুট উঠতে পারে দিওয়ালির মাথায়। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: রাখতে হবে ৩০% সংরক্ষণ! মহিলাদের জন্য বড় রায় সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের দুর্গাপুজো, কুম্ভ মেলা, গরবা এবং যোগ ইউনেস্কোর এই তালিকায় স্বীকৃতি পেয়েছে। আর ইউনেস্কোর অধিবেশন প্রথমবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী খবর, এবার মোট ১৮০টির বেশি দেশ থেকে ১০০০ এর বেশি প্রতিনিধি এই অধিবেশনে উপস্থিত থাকবেন। এছাড়া কমিটির সদস্য, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী, ইউনেস্কোর কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন। এ বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এই সাম্মানিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ইউনেস্কোর সঙ্গে এ দেশের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। এর মাধ্যমে সংস্কৃতি আরও উন্নত হবে। পাশাপাশি দিওয়ালির মাথায় এই মুকুট উঠলে দেশেরই মুখ উজ্জ্বল হবে। এতে সাংস্কৃতিক উন্নতি হবে। সমস্ত দেশের সঙ্গে ঐতিহ্য ও পর্যটন শিল্পও বাড়বে।

Leave a Comment