বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে এবার বিরাট দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM On Zubeen Garg Death)। অসমের শাসক জানিয়েছেন, জুবিনের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং খুন করা হয়েছে তাঁকে। সম্প্রতি অসম বিধানসভায় কর্মসংস্থান, অর্থনীতি, মানবকল্যাণের মতো বিষয়গুলির পাশাপাশি জুবিনের মৃত্যুর প্রসঙ্গও তুলেছিলেন বিরোধীরা। সেখানেই এমন দাবি করেন হিমন্ত।
হিমন্তের বক্তব্যে ফের চাঞ্চল্য
গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে আচমকা মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিনের। এরপর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে রিপোর্টে উঠে আসে, গায়কের মৃত্যুর নেপথ্যে কোনও ষড়যন্ত্র নেই। স্বাভাবিকভাবেই জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এবার সেই রিপোর্টকে কার্যত নাকচ করে অসমের মুখ্যমন্ত্রী বললেন, “দুর্ঘটনাজনিত কারণে নয়, জুবিনকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।” হিমন্তের এমন মন্তব্য ঘিরে ফের বেড়েছে চাঞ্চল্য।
এদিন অসমের বিধানসভায় নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আচমকা জুবিন গর্গের মৃত্যুর প্রসঙ্গ তোলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর বিধায়ক রফিকুল ইসলাম। তাঁর বক্তব্য ছিল, জুবিন এখনও পর্যন্ত বিচার পেল না। এর পেছনে রয়েছে সরকারের ব্যর্থতা। তাঁর কথায়, “আমরা সব বিষয়েই কথা বলব। জুবিন যাতে বিচার পায় সেটাও আমাদেরই বলতে হবে। তাই এই প্রসঙ্গ তোলা।” আর এমন সব বক্তব্যের মাঝেই অসমের মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, হত্যা করা হয়েছে জুবিনকে…
অবশ্যই পড়ুন: মই বেয়েই SBI-র শাখায় ঢুকছেন গ্রাহকরা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠবেন
উল্লেখ্য, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছিলেন জুবিন। সেখানেই পরিচিতদের সাথে আলাপ আলোচনা পর্ব সেরে সমুদ্রে স্নান করতে যান গায়ক। সেখানেই স্কুবা ড্রাইভিং করতে গিয়ে প্রাণ হারান পরান যায় জ্বলিয়া রে এর মতো একাধিক কালজয়ী গানের কণ্ঠী। পরবর্তীতে জুবিনের মরদেহ অসমে নিয়ে আসার পর গোটা রাজ্যজুড়ে দায়ের হয়েছিল 60টি মামলা। যদিও তদন্তকারীদের সর্বশেষ রিপোর্ট বলেছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে গায়কের।