দৃষ্টিহীনদের ক্রিকেটেও বিশ্বজয় ভারতের, নেপালকে হারিয়ে ক্ষমতা দেখাল মহিলা ব্রিগেড

India Vs Nepal India beat Nepal in blind women T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছরটা ক্রিকেটে জয় দিয়েই শুরু হয়েছিল ভারতের। চ্যাম্পিয়নস ট্রফির পর একের পর এক আসরে কামাল দেখিয়েছে, টিম ইন্ডিয়া। সম্প্রতি ছেলেদের এশিয়া কাপ জয়ের পর মহিলা ওয়ানডে বিশ্বকাপে দেশের নাম উজ্জ্বল করেছে ভারতের নারীরা। প্রথমবারের মতো হরমনপ্রীতদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেটেও বিশ্ব জয় করল ভারতীয় দল (India Vs Nepal)।

দৃষ্টিহীনদের ক্রিকেটেও জয়জয়কার ভারতের

চোখের দৃষ্টি ছাড়াও যে অন্তর্দৃষ্টি দিয়ে জগৎ দেখা যায় তা প্রমাণ করে দেখালেন ভারতের মেয়েরা। দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগত ম্যাচগুলিতে কামাল দেখিয়ে রবিবার, শ্রীলঙ্কার কলম্বোতে নেপালের মুখোমুখি হয়েছিল দেশের বীর নারীরা। সেখানেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে জগত সভায় শ্রেষ্ঠ আসন দখল করলো ভারত।

আজ শুরুটা হয়েছিল, ভারতের টস জয় দিয়েই। এদিন টস ভাগ্য অতিক্রম করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। তাতে একপ্রকার বাধ্য হয়ে ব্যাট করতে নামে নেপাল। তবে ভারতীয় বোলিং আক্রমণ সামনে একপ্রকার কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 114 তে গুটিয়ে যায় নেপালিরা।

রবির ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, দিনের শেষ হাসি হাসবে ভারতের নারীরাই। ম্যাচ শেষে সেটাই হল। এদিন, নেপালের বোলারদের কার্যত এক হাত নিয়ে মাত্র 12 ওভারেই 3 ক্রিকেট হারিয়ে 117 রান তুলে নেয় দেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা। আর সেখানেই নিজের ভাগ্য লিখে ফেলে ভারতীয় দল।

বলাই বাহুল্য, এদিন নেপালের বিরুদ্ধে ব্যাট উঁচিয়ে সর্বোচ্চ রান করেছিলেন ফুলা সরেন। এই ভারতীয় মহিলা ক্রিকেটারের ব্যাট থেকে 27 বলে 44 রানের যোগদান পেয়েছিল দল। অন্যদিকে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান তুলেছিলেন সরিতা ঘিমিরে। তাঁর ব্যাট থেকে এসেছিল 38 বলে 35 রান। তবে আসর জমিয়ে দিয়েও শেষ রক্ষা হল না লঙ্কান বাহিনীর।

অবশ্যই পড়ুন: ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখলের চেষ্টা! পাকিস্তানের পর তুরস্ককে ভয়ানক শিল্পকর্ম দিলেন ইউনূস

উল্লেখ্য, এবছর ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে গড়িয়েছিল দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং নেপালের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আমেরিকাও। তবে ব্যর্থতার দায় নিয়ে বহু আগেই ফুটে গিয়েছে তারা।

Leave a Comment