দেশজুড়ে চালু হচ্ছে ভারত ট্যাক্সি পরিষেবা! কীভাবে বুক করবেন জেনে নিন

Bharat Taxi

সৌভিক মুখার্জী, কলকাতা: ওলা উবেরের দৌরাত্ম্য রুখার জন্য দেশে চালু হয়েছে ভারত ট্যাক্সি (Bharat Taxi) পরিষেবা। বর্তমানে এই অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ। এমনকি এটি ডাউনলোড করে খুব সহজে ট্যাক্সি বুকিং করতে পারবেন। তবে বর্তমানে এটি সীমিত পরিষেবার জন্যই উপলব্ধ। কারণ, ভারত ট্যাক্সি পাইলট প্রকল্পটি নভেম্বর নাগাদ রাজধানী দিল্লিতে শুরু হবে। আজকের প্রতিবেদনে জানিয়ে দেব, এই অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট বানাবেন এবং কীভাবে ট্যাক্সি বুকিং করবেন সেই সংক্রান্ত বিস্তারির তথ্য।

ভারত ট্যাক্সির জন্য অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন?

ভারত ট্যাক্সি অ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভারত ট্যাক্সি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে।
  • এরপর অ্যাপের হোমপেজে ‘Sign Up’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • সেখানে আপনার নাম, ইমেইল আইডি, ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে।
  • এরপর আপনার নম্বরে আসা ওটিপি ইনপুট করতে হবে।
  • এরবার ফোন নম্বর এবং সেট করা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

কীভাবে ভারত ট্যাক্সি বুক করবেন?

লগইন করার পর আপনার হোম পেজ খুলে যাবে। সেখান থেকেই আপনি ট্যাক্সি বুকিং করতে পারবেন। তবে হ্যাঁ, বর্তমানে এই অ্যাপের পরিষেবা সীমিত। ডিসেম্বর থেকেই ট্যাক্সি বুকিং করা যাবে। তবে বুক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আপনার অ্যাপের হোমপেজে ভাড়া আউটস্টেশন বা লোকাল ট্রান্সফারের মতো বিকল্পগুলিকে দেখতে পাবেন।
  • তবে আপনি যদি ঘুরে বেড়াতে চান, তাহলে “Local Transfer” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার লোকেশন থেকে গন্তব্য সিলেক্ট করুন।
  • এরপর আপনার পিক-আপ ও ড্রপ-আপ লোকেশন নির্বাচন করার পর সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে আপনি উপলব্ধ যানবাহনের তালিকা দেখতে পাবেন।
  • এরপর আপনার পছন্দমতো একটি বিকল্প নির্বাচন করতে হবে। আর সেখানে “Booking Confirm” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর ভাড়ার বিবরণ দেখাবে। সেখানে “Next” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর “Book Now” অপশনটিতে ক্লিক করে বুকিং কনফার্ম করুন।

রাইড বাতিল করবেন কীভাবে?

তবে যদি কোনও কারণে বুক করা ক্যাব বাতিল করতে চান, তাহলে অ্যাপের নীচে “My Rides” অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • My Rides অপশনে গিয়ে “Pending” অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনি রাইড বাতিল করার বিকল্প দেখতে পাবেন।
  • এরপর “Ride Cancel” অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনার রাইড বাতিল করার কারণ ইনপুট করতে হবে।
  • এরপর “Confirm Cancel” অপশনটিতে ক্লিক করুন। তাহলেই আপনার রাইড বাতিল হয়ে যাবে।

আরও পড়ুনঃ নির্বাচনের আগেই বিজেপি মুক্ত হল বিহারের ৬টি জেলা! EVM-এ দেখা যাবে না পদ্মফুল

তবে এক্ষেত্রে বলে রাখি, বর্তমানে অ্যাপটি সীমিত পরিষেবা প্রদান করছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বর নাগাদ বা 2026 সালের প্রথম দিকেই গোটা দেশ জুড়ে এই পরিষেবা চালু হবে। তখন থেকেই এই অ্যাপ কাজ করবে।

Leave a Comment