দেশের এই এক্সপ্রেসওয়েগুলিতে কাজ করবে না FASTag Annual Pass! দেখুন তালিকা

FASTag Annual Pass

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট থেকে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ চালু করেছে FASTag অ্যানুয়াল পাস (FASTag Annual Pass)। হ্যাঁ, এই পাস একবার নিলে আর বারবার টোল প্লাজায় দাঁড়িয়ে আলাদা করে টোল ট্যাক্স দেওয়া লাগবে না। 1 বছর বা 200টি টোল প্লাজা নিশ্চিন্তে কাটানো যাবে।

এমনকি এই পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 3000 টাকা। তবে এই পাস কিন্তু সব মহাসড়ক বা এক্সপ্রেসওয়েগুলির ক্ষেত্রে বৈধ নয়। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।

কোন এক্সপ্রেসওয়েগুলিতে কাজ করবে না FASTag অ্যানুয়াল পাস?

প্রসঙ্গত, FASTag অ্যানুয়াল পাস শুধুমাত্র NHAI এবং কেন্দ্রীয় সরকার পরিচালিত টোল প্লাজাগুলিতেই বৈধ। আর এটি রাজ্য পরিচালিত বা স্থানীয় কোনও রাস্তায় ব্যবহার করা যাবে না। সেই তালিকায় রয়েছে—

  • উত্তরপ্রদেশের আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ে
  • উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে
  • উত্তরপ্রদেশের পূর্বাচল এক্সপ্রেসওয়ে
  • উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে
  • মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ
  • মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে
  • গোয়ার অটল সেতু টোল প্লাজা

এমনকি রাজ্যের আওতাধীন অন্যান্য রাজ্য মহাসড়ক বা টোল প্লাজাগুলিতে কাজ করবে না এই FASTag অ্যানুয়াল পাস। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, এই এক্সপ্রেসওয়েগুলি NHAI-এর পরিবর্তে রাজ্য সংস্থাগুলি চালনা করছে। আর FASTag অ্যানুয়াল পাস মূলত কেন্দ্রীয় কর্তৃপক্ষের আওতায় জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েগুলির জন্যই তৈরি করা।

কারা FASTag Annual Pass-র জন্য আবেদন করতে পারবে?

বলে রাখি, FASTag অ্যানুয়াল পাস মূলত ব্যক্তিগত, অ-বাণিজ্যিক যানবাহন যেমন প্রাইভেট গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদির জন্যই চালু করা হয়েছে। পাশাপাশি যানবাহন অবশ্যই FASTag নিবন্ধিত হতে হবে। এমনকি এই পাস হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ, একবার কিনে অন্য যানবাহনে এটি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, এই পাস বাণিজ্যিক যানবাহন, ট্যাক্সি, হলুদ প্লেট যুক্ত যানবাহন বা দুই চাকার যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরও পড়ুনঃ সোনা, রুপো নিয়ে সুখবর মধ্যবিত্তদের জন্য! কমল দাম, আজকের রেট

কীভাবে সক্রিয় করবেন FASTag অ্যানুয়াল পাস

FASTag অ্যানুয়াল পাস নেওয়ার জন্য অবশ্যই রাজমার্গযাত্রা অ্যাপ কিংবা NHAI-এর অফিসিয়াল পোর্টাল খুলতে হবে। সেখানে গিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর এবং FASTag আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমেই 3000 টাকা পেমেন্ট করতে হবে। সঙ্গে সঙ্গেই আপনার FASTag অ্যানুয়াল পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।

Leave a Comment