নাচের নামে রাস্তায় নচ্ছার গিরি! ‘রিলস মামনি’ অপরাজিতার বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর

aparajita ki duniya sangita das jana

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমানের সময়টা সোশ্যাল মিডিয়ার। প্রতিদিন এই সোশ্যাল মিডিয়ায় চোখ না রাখলে আমাদের যেন চলে না। প্রতিদিন এতে ভাইরাল হয় বহু ভিডিও, ছবি যা দেখে কখনও আমাদের আনন্দ হয় তো আবার রাগ, দুঃখ হয়। আজকাল ফোন খুললেই সামাজিক মাধ্যমে নানা রকম রিল চোখে পড়ে। যা দেখে অনেকেই আনন্দ পান, হাসেন। কিন্তু এমন একজন আইনজীবী রয়েছেন যিনি এই বিষয়গুলির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সামাজিক মাধ্যমে খোলাখুলিভাবে অন্য মানুষকে অপমান, বাল্যবিবাহকে সমর্থন, বিভিন্ন মহিলাদের নাচের ভিডিও নিয়ে সোচ্চার হয়েছেন পেশায় আইনজীবী সঙ্গীতা দাস জানা।

বিগত বেশ কিছু সময় ধরে সামাজিক মাধ্যমে যে রিলগুলি যে বা যারা ভাইরাল করেন তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা ঠুকেছেন তিনি। আর এই কাজের জন্য সঙ্গীতা দেবীকে বেশ কয়েকবার হুমকির মুখেও পড়তে হয়েছে বলে জানিয়েছেন নিজেই। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, ছোট ছোট বাচ্চারাও রিল বানাচ্ছে, এমনকি কোনও কোনও ছোট বাচ্চা তো আবার শাঁখা পলা পরে রিল করছে। যাইহোক, সম্প্রতি পেশায় আইনজীবী আরও একটি ঘটনার জন্য সামাজিক মাধ্যমে উঠে এসেছেন।

‘Aparajita ki Duniya’ নামের একটি ফেসবুক প্রোফাইলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে সঙ্গীতা জানাকে। এই প্রোফাইলে ঢুঁ মারলে আপনিও এই মহিলার বেশ কিছু অপ্রীতিকর ভিডিও দেখতে পারবেন। আর এই নিয়েই এখন আসরে নেমেছেন আইনজীবী। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘কি কি কারণে এই Complain টা করেছি সেটা হলো – – দেখুন আপনি একজন খুব বড় ক্রিয়েটার। তাই আপনি যা কিছু করবেন সেটাই ভাইরাল হবে। আর সেটাই তো স্বাভাবিক। আর ওটাই পরে হয়ে যাবে ট্রেন্ডিং ভিডিও। তাই আপনাদের মত বড়ো বড়ো ক্রিয়েটারদের সব কিছু একটু ভেবে করাটা উচিত বলে আমি বা অনেকেই মনে করেন। কিন্তু আপনার বেশ কিছু পদক্ষেপ যা কিনা একটা খারাপ প্রভাব ফেলেছে গোটা ফেসবুক
জুড়ে। সেগুলোই বলি একে একে – –

(১) আপনার থেকেই শুরু। যখন আপনি ডান্স শুরু
করেন তখন আপনার স্বামী পেছনে দাঁড়িয়ে দু হাত
উপরে উঠিয়ে থামস আপ দেখান। এখন যেটা ট্রেন্ডিং।
কিন্তু ওটার অর্থ কি? যে দেখো আমি একজন সেই
মেরুদন্ড হীন পুরুষ যে কিনা বৌ কে রাস্তায় নামিয়েছি
ধেই ধেই করে নাচন করার জন্য। যে রাস্তায় রাস্তায়,
হাই ওয়েতেও নাচ করে ইনকাম করে। খুব সহজ
উপায় এটা। আপনারাও তাই করুন। কি এটাই কি
বোঝাতে চায়? কেনো কোনো ট্রাফিক রুলস কি
আপনাদের জন্য প্রযোজ্য না? যা দেখা দেখি এখন ওনেকেই করছেন। ট্রেন্ডিং বলে কথা।‌

(২) আপনি বই তে আগুন ধরিয়ে যে ভিডিও গুলো
করেছেন সেটা করার কারণ কি? এভাবেও শিক্ষার
মুখাগ্নি করা যায়। এভাবেও বিদ্যার মুখে আগুন
দেওয়া যায়? এভাবেও মা সরস্বতী কে আগুন দেওয়া
যায়? যা কিনা এখন ট্রেন্ডিং। এভাবেও শিক্ষা কে
অবমাননা করা যায় রাস্তায় রাস্তায়?

(৩) স্বামীর বুকের উপর পা তুলে দাঁড়িয়ে রাস্তার
উপর নাচ দেখিয়ে কি বোঝাতে চান? যে দেখো
বৌ কে রাস্তায় নামালে স্বামীদের ঠিক এমনি অবস্থা
হয়। এই ভিডিও সমাজে খুব খারাপ একটা প্রভাব
ফেলেছে সেটা কি আপনারা বোঝেন?

(৪) দেখুন আপনি হয়তো একজন ভালো ডান্সার।
হয়তো। কারন আমি তো আপনার ঐ একটাই স্টেপ
দেখতে পাই। যদিও আমি নিজে ডান্স যানিনা। কিন্তু
অন্য অনেকেই জানেন। তো আপনার ঐ ” সাম হে
ধুয়া ধুয়া” গানটায় ঐ যে কিছুটা ইন্টারকো- – – ওয়ালা
নাচ টা করেছেন ওটার কি খুব দরকার ছিল? যা কিনা
এখন ট্রেন্ডিং। ছোটো ছোটো বাচ্চা গুলো পর্যন্ত
করছে ঐ স্টেপে। ছিঃ। এভাবে নৃত্য শিল্পকলা কে
নোংরা ভাবে প্রকাশ করতে আপনার এতোটুকুও
খারাপ লাগলো না?

নৃত্য শিল্পকলা কে অবমাননা করলেন আপনি। যা কিনা এখন ট্রেন্ডিং। তো এই সকল কারণে আমি অভিযোগ করতে বাধ্য হয়েছি। আপনি এসবের মধ্যে আমাদের ভারতীয় শিক্ষা ও সংস্কৃতি কে অবমাননা করেছেন। আপনি আপনার প্রোফাইল এর এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে সোস্যাল মিডিয়াতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করুন। যাতে বাকি সবাই তাদের প্রোফাইল থেকে ডিলিট করে দেয়। অন্যথা- – –
কিছু ভুল বললে বন্ধু রা আপনারা সবাই আমায় মাফ করে দেবেন। কারন এগুলো সব ই একটা সামাজিক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। যা কিনা বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের জন্যই অত্যন্ত খারাপ।’

আরও পড়ুনঃ তিলপাড়া ব্যারেজে ফাটল, গর্ত! অনির্দিষ্ট কালের জন্য ভারী যান চলাচল বন্ধ করল প্রশাসন

উল্লেখ্য, এই অপরাজিতা কি দুনিয়া এর আগেও শিরোনামে উঠে এসেছিল। পহেলগাঁও হামলার পর যখন গোটা দেশে সেনার পোশাক কেনা, বেচা ও পরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তখন এই অপরাজিতাকে সেনার পোশাক পরে রাস্তার মাঝে অশ্লীল গানে নাচতে দেখা গিয়েছিল। এরপর সেই ভিডিও ভাইরাল হলে গোটা সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায় এবং তাঁকে গ্রেফতার করারও দাবি ওঠে। অপরাজিতার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়, এরপর সোশ্যাল মিডিয়ায় এই তথাকথিত নর্তকীকে ভিডিওর মাধ্যমে ক্ষমাও চাইতে দেখা যায়।

Leave a Comment