বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে সিরিজের (India Vs New Zealand) প্রথম ম্যাচেই ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন বিরাট কোহলি। অল্প হলেও রান পেয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়াররাও। সেই সূত্রেই সকলের সঙ্ঘবদ্ধ চেষ্টায় সিরিজের প্রথম দিনই নিউজিল্যান্ড বাহিনীকে 4 উইকেটে গুঁড়িয়ে দিয়েছে ভারত। 301 রানের বড় লক্ষ্য তাড়া করে ভারতীয় দল প্রমাণ করেছে প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন, একদিনের ক্রিকেটে রাজত্ব চলবে তাদেরই। এখানেই শেষ নয়, গতকাল কিউই ব্রিগেডকে হারানোর পাশাপাশি প্রথম দেশ হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ভারত।
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড টিম ইন্ডিয়ার
বরোদার কোটাম্বি স্টেডিয়ামে দাঁড়িয়ে বল হাতে নিউজিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও ভারতের দুর্ধর্ষ বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 300 করে ফেলে কিউই দল। পরবর্তীতে 301 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন জুটি বেঁধে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। এদিন শর্মার ব্যাট থেকে 26 রানের যোগদান পেয়েছিল ভারত। অন্যদিকে গিল একার হাতে করেছিলেন 56।
এরপর শর্মা আউট হতেই ওঠে বিরাট ঝড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেই প্রতিপক্ষ বোলারদের একেবারে ছাতু করে দিয়েছিলেন তিনি। এদিন কোহলির দাপুটে ইনিংস দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড বাহিনীর। রবিবার, 91 বল খেলে 93 রানের এক পাহাড় প্রমাণ ইনিংস খাড়া করেন বিরাট। সেই সূত্রেই নিউজিল্যান্ডের 301 রানের লক্ষ্য 4 উইকেট হাতে রেখে পূরণ করে ফেলে ভারত। আর এখানেই তৈরি হয়েছে বিশ্বরেকর্ড।
অবশ্যই পড়ুন: দিতে হবে ১ কোটি, আদৌ যুবভারতীতে ISL খেলতে পারবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?
গতকাল, নিউজিল্যান্ডের 301 রানের লক্ষ্য তাড়া করার মধ্য দিয়ে ভারতীয় দল আজ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 20 বার 300 বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে। আর তাতেই তৈরি হয়েছে নতুন বিশ্বরেকর্ড। বলে রাখি, একদিনের ক্রিকেটে 300 বা তার বেশি রান তাড়া করে জয়ের নিরিখে টিম ইন্ডিয়া ধারে কাছে নেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কেউই। এখানে বলে রাখা প্রয়োজন, আজ পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট 15 বার 300+ রান তাড়া করেছে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া এই কাজ করেছে মোট 14 বার। পাকিস্তান 12 এবং নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মোট 11 বার একদিনের ক্রিকেটে 300 বা তারও বেশি রান তাড়া করেছে।