সহেলি মিত্র, কলকাতা: আচমকা বাংলার আকাশ থেকে সরে গিয়েছে নিম্নচাপ। এটি বর্তমানে ঝাড়খন্ডে অবস্থান করছে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। জামশেদপুরের পর মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে যদি ভেবে থাকেন বাংলা আকাশ থেকে এখনই দুর্যোগের কালো ছায়াসঙ্গে গেছে তাহলে ভুল ভাবছেন আজ বুধবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। বাদ যাবে না কলকাতাও। ফলে আপনারও যদি আজকে বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে মোটেও ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক বুধবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। নিম্নচাপের রেশ কাটলেও এখনই ভারী বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। প্রবল আশঙ্কা সমুদ্র উত্তাল হওয়ার। আজ বুধবার মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি)-র সম্ভাবনা রয়েছে। প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে ইচ্ছুক? হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।