নিয়ম বদলাতেই হল কাজ, ৭৫% ওয়েটিং টিকিট হচ্ছে কনফার্ম! দাবি রেলের

Indian Railways

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে যাতায়াত করে প্রতিদিন কোটি কোটি যাত্রী। তবে সবথেকে চিন্তার বিষয় হল, ওয়েটিং টিকিট কনফার্ম হবে তো? হ্যাঁ, বহু যাত্রী শেষ মুহূর্ত পর্যন্ত এই নিয়ে দুশ্চিন্তায় থাকে। তবে এবার সেই সমস্যা অনেকটাই দূর হতে চলেছে। কারণ ভারতীয় রেল এবার এমন এক পরিবর্তন নিয়ে এসেছে, যা সাধারণ যাত্রীদের জন্য বিরাট স্বস্তি দেবে। জানতে হলে প্রতিবেদনটিতে চোখ রাখুন।

ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার চান্স বেড়ে 75%

রেলের সূত্র মারফৎ জানা গিয়েছে, এখন থেকে আর ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার জন্য চিন্তা করতে হবে না। কারণ আগে ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার হার ছিল মাত্র 70%। আর এবার তা বাড়িয়ে 75% করা হয়েছে। আর এই নয়া ব্যবস্থায় সাধারণ যাত্রীরা যেমন স্বস্তি পেয়েছে, তেমনি দালাল চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমেছে।

প্রসঙ্গত, উত্তর রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার হিমাংশু শেখর উপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, ট্রেন যাত্রার ট্রেন্ড এবং যাত্রীদের ডেটা অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তের পথে হাঁটা হয়েছে। এখন থেকে কোনো ট্রেনের টিকিট বুকিং-এর সময় মোট আসনের মাত্র 25% ওয়েটিং লিস্টে রাখা হবে। ফলে বাকি আসনগুলি কনফার্ম হিসেবে থাকবে।

Indian Railways

চার্ট তৈরি হচ্ছে আগেভাগেই

তবে রেলের টিকিট বুকিং-এ আরও একটি বড় পরিবর্তন হল, এবার ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগেই চার্ট তৈরি করে ফেলা হচ্ছে। এর ফলে ওয়েটিং টিকিটগুলি আগে থেকেই কনফার্ম হয়ে যাচ্ছে, আর যাত্রীরা আগেভাগে জানতে পারছে যে, তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা।

এই নিয়ম চাল্য করায় আগে থেকে পরিকল্পনা করে টিকিট কেটে নিশ্চিন্তে যাত্রা করা যাবে এবং বারবার টিকিট চেক করার দুশ্চিন্তার ভোগান্তি শেষ হচ্ছে। পাশাপাশি তৎকাল টিকিটের জন্য অতিরিক্ত খরচ এড়ানো যাচ্ছে এবং দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটি থেকে তেল উত্তোলনের স্বপ্ন দেখছিল আমেরিকা, তাঁর আগেই জঙ্গি হামলার হুমকি!

আর এই গোটা ব্যবস্থার পিছনে কাজ করছে আধুনিক প্রযুক্তি এবং উপর মহলের সিদ্ধান্ত। ভারতীয় রেল তাদের সিস্টেমকে আরো যাত্রীবান্ধব এবং স্বচ্ছ করার জন্যই এই বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে বলে জানানো হয়েছে। কারণ দিনের পর দিন যে হারে যাত্রীদের চাপ বাড়ছে, তাতে রেলের পক্ষ থেকে এই পদক্ষেপ সত্যিই ইতিবাচক, তা বলা চলে।

Leave a Comment