প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন ধরেই রাজনৈতিক শিরোনামে বারংবার উঠে আসছে বিজেপির আদি-নব্যর দ্বন্দ্ব। যেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্য বাংলায় বিজেপির উত্থান তাঁকে ঘিরেই প্রতিনিয়ত দলের মধ্যেই ঝামেলা বাঁধছে। আর এই আবহে শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের নেতৃত্বে এক নয়া দিল গঠিত হতে চলেছে। তবে কি বিজেপি ছাড়ার পথে দিলীপ!
নতুন দল গঠনের সিদ্ধান্ত দিলীপের?
কিছুদিন আগে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছিলেন। আর তাতেই শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খাঁ তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন।
পাল্টা মন্তব্য করেছিলেন দিলীপও। অভিমানের পাহাড় যে জমছে তা বলাই বাহুল্য। আর এবার নতুন দল গঠনের সিদ্ধান্ত নিলেন দিলীপ। বিভিন্ন সূত্র মাধ্যম জানা গিয়েছে, নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা।
থাকবেন বিজেপির প্রাক্তন নেতা ও কর্মীরা
ইতিমধ্যেই নতুন দল গঠন নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই দলে দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা ও কর্মী।
যদিও, এবিষয়ে এখনও দিলীপ ঘোষ কোনো মন্তব্য করেননি। দলের সঙ্গে দিলীপ ঘোষের অভিমান এতটাই বেড়ে গিয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা সফরেও তাঁর অনুপস্থিতি চোখে পড়ছে।
আরও পড়ুন: ঘোর বিপদ ইউনূসের! এবার নৌসেনাকে বিরাট দায়িত্ব দিলেন জামান
নির্বাচনের আগে নয়া চাল দিলীপের
দিলীপের এই নয়া অবতার দেখে রাজনৈতিক মহল মনে করছে , দিনের পর দিন দল তাঁকে কোণঠাসা করে রেখেছে বলে দিলীপ ঘোষের মনোবিদ্বেষ কিংবা রাজনৈতিক অভিমান ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দিলীপ ঘোষের সুসম্পর্ক।
RSS-এর তরফে তাঁকে ‘নিজস্ব পথে’ কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই খবর। এসবের মাঝেই নতুন দলগঠনের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবে এটাই স্পষ্ট যে আগামী বিচানসভা নির্বাচনে এক বড় ঝড় আসতে চলেছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।